কুশমন্ডি ব্লকের নানাহারপারা উপ-স্বাস্থ্যকেন্দ্র পরিকাঠামো উন্নয়নের দাবি সহ বিভিন্ন দাবিতে অবরোধ করে আন্দোলনে এলাকার গ্রামবাসীরা

0
417


শীতল চক্রবর্তী ,২ ডিসেম্বর ,দক্ষিণ দিনাজপুর:———–-প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উপযুক্ত পরিকাঠামোর দাবি তুলে রাজ্য সড়ক অবরোধ করে আন্দোলনে নামলেন গ্রামবাসীরা। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের নানাহারপারা গ্রামের এলাকাবাসীরা অবরোধ করে আন্দোলনে নামে।পথ অবরোধ কারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল দশায় পড়ে রয়েছে কুশমন্ডি ব্লকের নানা হারপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি।গ্রামের পাশাপাশি পাশ্ববর্তী গ্রামের মানুষেরা চিকিৎসার পরিসেবা ঠিকমত পাইনা ওই স্বাস্থ্য কেন্দ্র থেকে। তাই এমন অবরোধে নামা হয়েছে।এলাকার বিধায়কদের পাশাপাশি স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক জানিয়েছেন আশা করছি সমস্যাটা সমাধান হয়ে যায়। দীর্ঘ সময় পর পুলিশ গ্রামবাসীদের বুঝালে অবরোধ তুলে নেন তারা।,
কুসুমন্ডি ব্লকের মালিগাঁও, কালিকামোরা,উদয়পুর সহ পার্শ্ববর্তী এলাহাবাদ গ্রাম পঞ্চায়েত থেকেও বহু মানুষ এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবার নিতে আসলে ভোগান্তির মধ্যে পড়তে হয় তাদের বলে অভিযোগ এলাকাবাসীদের। স্বাস্থ্য কেন্দ্রে নেই পর্যাপ্ত কোন বেড,ডাক্তারদের দেখা মেলে হঠাৎ সপ্তাহের কোন একদিন । যার ফলে চিকিৎসা পরিষেবা পেতে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় গ্রামের সাধারণ মানুষদের বলে অভিযোগ তাদের। নানা হারপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা পরিষেবা না পেয়ে ওই এলাকার মানুষদের কে ছুটে যেতে হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল অথবা বংশিহারি ব্লকের রশিদপুর গ্রামীণ হাসপাতালে। চরম সমস্যার মধ্যে পড়তে হয় প্রসূতি মায়েদের নিয়ে। এই সমস্ত বিষয়ের উপর নজর রেখে বৃহস্পতিবার সকাল থেকে বংশীহারী থেকে মহিপাল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামের বাসিন্দারা।
আন্দোলনরত অবরোধকারী গ্রামবাসী সৌদুর রহমান, গোলাম ইয়াসদানিরা অভিযোগ করে বলেন, প্রতিদিন প্রাথমিক এই স্বাস্থ্যকেন্দ্রে রোগী দেখতে হবে ডাক্তার বাবুদের।পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সমস্ত পরিকাঠামো দিকে প্রশাসন নজর রাখুক সেই দাবি জানিয়ে আমরা আন্দোলনে নেমেছি।
কুশমন্ডি বিধানসভা কেন্দ্রের বিধায়ক রেখা রায় জানিয়েছেন, পরিকাঠামো উন্নয়ন করার জন্য যথাস্থানে জানানো হয়েছে,খুব শীঘ্রই এই সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে।
স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্ব থাকা এক চিকিৎসক জানিয়েছেন, সমস্যার বিষয়টি জানানো হয়েছে যথাস্থানে।আশা করছি এই সমস্যার সমাধান হবে খুব তারাতারি।
রাজ্য সড়ক অবরোধ করে গ্রামবাসীদের বিক্ষোভের খবর পেতেই কুশমন্ডি থানার পুলিশ ঘটনাস্থলে এসে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে তাদের আশ্বাস দেবার পরে।
এখন দেখার ইটাই কবে নাগাদ এই সমস্যার সমাধান হয় সেদিকে তাকিয়ে রয়েছে সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here