শীতল চক্রবর্তী ,কুশমন্ডি ,13 ই জুন ,দক্ষিণ দিনাজপুর:—- লকডাউনের মধ্যে পুলিশের গাড়ি দেখে মোটর বাইক স্ল করতেই পিছনে থাকা মোটর বাইকের ধাক্কায় গুরুতর আহত হলো দুইজন। গুরুতর মোটরবাইক আরোহীদের মৃত্যুর আশঙ্কা করেই গ্রামবাসীরা উত্তেজিত হয়ে পুলিশের গাড়ির উপর চড়াও হয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করার পাশাপাশি গাড়ি জলাশয়ে ফেলে দেয় উত্তেজিত গ্রামবাসীরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার দেহট্ট এলাকায়।

এমন ঘটনায় ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। পরে বিরাট পুলিশ বাহিনীকে পুরো পরিস্থিতি আয়ত্তে আনে গ্রামবাসীদের বুঝিয়ে।গ্রামবাসীদের কাছ থেকে জানা গিয়েছে,জানা গেছে গুরুতর আহত দুই মোটর আরোহীর নাম বিশ্বজিৎ সরকার (৩০) ও সঞ্জয় সরকার (২৭)এদের বাড়ি কুশমন্ডি থানার ঊষা হরন এলাকায়। এদিন আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হলে বিশ্বজিৎ সরকার নামে যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

ঘটনায় আহত সঞ্জয় সরকার আরো এক এলাকাবাসীরা অভিযোগ করে বলেন,পুলিশের কারনেই এমনটা হয়েছে।তাই গ্রামবাসীরা উত্তেজিত হয়ে পুলিশের দুটি গাড়ি উল্টে দেয়।পুলিশের দুটি গাড়ি এমন উল্টে দেওয়ায় ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী নামানো হয়েছে এলাকায় ব্যাপক উত্তেজনা ছরায় এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। গঙ্গারামপুর পুলিশ আধিকারিক জানিয়েছেন, বাসিন্দারা ভুল করে এমনটা করেছে। পরে সব মিটে গেছে।