কুমারগঞ্জ:অবাক করা ঘটনা! নির্দল প্রধানকে সরাতে বিজেপির হাত ধরলো তৃণমূল

0
565

অবাক করা ঘটনা! নির্দল প্রধানকে সরাতে বিজেপির হাত ধরলো তৃণমূল, কুমারগঞ্জের সমজিয়া গ্রাম পঞ্চায়েতের অনাস্থা কে ঘিরে আলোড়ন

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৬ সেপ্টেম্বর—  রাজ্যে অবাক করা ঘটনা! নির্দল পঞ্চায়েত প্রধান কে সরাতে বিজেপির হাত ধরলো তৃণমূল। কুমারগঞ্জের সমজিয়া গ্রাম পঞ্চায়েতের অনাস্থা কে ঘিরে রীতিমতো আলোড়ন ছড়িয়েছে গোটা দক্ষিন দিনাজপুরে।  দুর্নীতিতে জড়িত প্রধান জয়নুর বেউয়াকে সরাতে সোমবার একসাথে ভোট দেয় তৃণমূল ও বিজেপি। কড়া পুলিশ প্রহরায় সম্পন্ন হয় অনাস্থা প্রক্রিয়া।
    ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে কুমারগঞ্জের সমজিয়া গ্রাম পঞ্চায়েতের মোট ১৭ টি আসনের মধ্যে তৃণমূল পায় মাত্র ৬টি আসন। বিজেপির দখলে  সাতটি আসন গেলেও  নির্দল পায় তিনটি এবং  বামফ্রন্ট পায় একটি আসন। তৃণমূলের বিরুদ্ধে পঞ্চায়েত গড়তে  নির্দল তিন সদস্যকে নিয়ে বোর্ড গঠন করে বিজেপি। প্রধান করা হয় নির্দল পঞ্চায়েত সদস্য জয়নুর বেউয়াকে। যার পর দীর্ঘ প্রায় আড়াই বছরে ওই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসে। বিধানসভা নির্বাচন পার হতেই ওই পঞ্চায়েতের ছয় সদস্য প্রধানের বিরুদ্ধে অনাস্থার ডাক দেয়। এদিন সেই অনাস্থা প্রক্রিয়ায় হাজির থাকা ১৭ জন সদস্যর মধ্যে ১০ জনই ভোট দেন প্রধানের বিরুদ্ধে। তৃণমূলের ৬ জন সদস্য থাকলেও এদিনের অনাস্থা প্রক্রিয়ায় নির্দল প্রধানের বিরুদ্ধে ভোট দিয়েছেন বিজেপির চার সদস্যও বলে সুত্রের খবর। রাজ্যজুড়ে তৃণমূল ও বিজেপির ঘোরতর বিরোধিতা থাকলেও  সমজিয়া অঞ্চলে কিভাবে তৃণমূল বিজেপিকে সঙ্গে নিয়ে সংখ্যাগরিষ্ঠতা ফেরালো তা নিয়ে জোর জল্পনা ছড়িয়েছে গোটা দক্ষিন দিনাজপুরে। আর যার জেরে ওই পঞ্চায়েতে নির্দল প্রধানের অপসারিত হওয়া যেন এখন শুধু সময়ের অপেক্ষা।

     তৃণমূলের অঞ্চল সভাপতি সাবের আলী সরকার জানিয়েছেন, প্রধান চরম দুর্নীতিগ্রস্ত ছিলেন। তার বিরুদ্ধে এদিন অনাস্থায় ১০ জন ভোট দিয়েছে। আগামীতে নতুন প্রধান গড়বেন তারা।
   বিজেপির উপপ্রধান খাইরুল মোল্লা জানিয়েছেন, প্রধান কারো কথা শুনতেন না। নিজের খেয়াল-খুশি মতো কাজ করতেন। সে কারণেই তার বিপক্ষে ১০ জন ভোট দিয়েছে।
      পঞ্চায়েত উন্নয়ন আধিকারিক উল্লাস ভট্টাচার্য্য জানিয়েছেন, এদিন ব্যালটের মাধ্যমে অনাস্থা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী ৮ দিন পর পঞ্চায়েতের বোর্ড গঠন হবে।
       পঞ্চায়েত সদস্য নজরুল মন্ডল জানিয়েছেন, দুর্নীতিতে যুক্ত থাকায় প্রধানের বিরুদ্ধে ভোট দিয়েছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here