কুড়ি লাখ টাকা ছিনতায়ের উদ্দেশ্য থেকেই হিলির স্বর্ন ব্যবসায়ী খুন, আইনজীবী শেখর দাশগুপ্ত কে জানালো মৃতের স্ত্রী। হালখাতা সেরে টাকার ব্যাগ নিয়ে ফিরছিলেন তিনি
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৩ জুলাই ———- কুড়ি লাখ টাকার জন্যই স্বামীকে খুন, বিশিষ্ট আইনজীবী তথা তৃণমূল নেতা শেখর দাসগুপ্ত কে বললেন মৃত ব্যবসায়ীর স্ত্রী মুক্তি কর্মকার। মঙ্গলবার হিলির জোত তিওড়ে মৃত স্বর্ন ব্যবসায়ীর বাড়িতে ছুটে গিয়ে শোকার্ত পরিবারের সাথে কথা বলেন তৃণমূল নেতা শেখর দাসগুপ্ত। যেখানে হাজির ছিলেন ব্লকের যুবনেতা সুদীপ মহন্ত সহ বেশকিছু স্থানীয় নেতৃত্বরা। সাতসকালে হাতের কাছে জেলার অন্যতম আইনজীবী কে পেয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি ওইদিন রাতের ভয়ঙ্কর ঘটনার কথাও তুলে ধরেন তিনি।
আইনজীবী তথা তৃণমূল নেতা শেখর দাসগুপ্ত কে মৃত স্বর্ন ব্যবসায়ীর স্ত্রী মুক্তি কর্মকার বলেন, টাকা ছিনতাই করাই তাদের মুল উদ্দেশ্য ছিল। হালখাতা করে ওইদিন রাতে দোকান থেকে তারা কুড়ি লাখ টাকা নিয়ে ফিরছিল এমন খবর তাদের কাছে আগে থেকেই ছিল। বাইকে করে বাড়ির দিকে রওনা হতেই মোটর বাইক নিয়ে পিছু নেয় ওই দুস্কৃতিরা। বাড়ির কিছুটা আগে তাদের পথ আটকে ব্যাগ টানাটানি করে ব্যাগের ফিতেও ছিড়ে ফেলে তারা। অনেকগুলো ব্যাগ থাকলেও তারা নিমেষে তার স্বামীকে গুলি করে একটি ব্যাগ নিয়ে হাসতে হাসতেই পালিয়ে যায়। যে সময়ই তাদের মুখ থেকে ওই কুড়ি লাখ টাকার কথা শুনতে পান বলেও জানিয়েছেন মৃত ওই স্বর্ন ব্যবসায়ীর স্ত্রী। এদিন তিনি জানান, নৃশংস ভাবে তার স্বামীকে যারা খুন করেছে পুলিশ তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক।
আইনজীবী তথা তৃণমূল নেতা শেখর দাসগুপ্ত বলেন, এই বিধানসভার প্রার্থী হিসাবে তার একটা দায়ীত্ব থেকেই তিনি এখানে ছুটে এসেছেন। অত্যন্ত অমানবিক ঘটনা। পরিবারটিকে সমস্ত রকম সহযোগীতার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের কঠোর শাস্তির জন্য সবরকম আইনী পরামর্শও দেবেন।
উল্লেখ্য, হিলির জোত তিওড়ের বাসিন্দা পেশায় স্বর্ন ব্যবসায়ী প্রদীপ কর্মকার। শুক্রবার রাতে দোকানের হালখাতা সেরে স্ত্রীকে বাইকে বসিয়ে বাড়ি ফিরছিলেন। সেইসময় বাড়ি থেকে কিছুটা দূরে দুস্কৃতিরা মোটর বাইকে চেপে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় কিছুক্ষণ পরেই মৃত্যু হয় তার। যদিও ঘটনার পরেই তার স্ত্রী দাবি করেছিলেন টাকার ব্যাগ নিয়ে যেতে পারেনি দুস্কৃতিরা। এদিকে এই ঘটনায় ইতিমধ্যে পুলিশ এক বিজেপির যুব নেতা সহ মোট তিনজনকে গ্রেপ্তার করে তাদের হেফাজতে নিয়েছে।