গঙ্গারামপুরের ফুলবাড়ি অটোচালকের সততা,রাস্তায় কুড়িয়ে পাওয়া ব্যাগের মধ্যে থাকা ৩০ হাজার টাকা পুলিশের মধ্যস্থতায় প্রকৃত বয়স্ক ব্যক্তির হাতে ফেরত দিলেন তিনি,সাধুবাদ জানালেন সকলেই
শীতল চক্রবর্তী বালুরঘাট ২২এপ্রিল দক্ষিণ দিনাজপুর। “সততার নজির”তাও আবার অটোচালকের।রাস্তার মধ্যে পড়ে থাকা ব্যাগের মধ্য থেকে কুড়িয়ে পাওয়া ৩০হাজার টাকা পুলিশের হাত দিয়ে ফেরত দিলেন প্রকৃত টাকার মালিক বয়স্ক এক ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ফুলবাড়ি এলাকায়।চিকিৎসার কাজে ফুলবাড়িতে আসার পথে খোয়া যাওয়া টাকা ফেরত পেয়ে বয়স্ক ওই ব্যক্তি ধন্যবাদ জানিয়েছেন অটো চালককে।অটো চালক জানালেন,মানবিকতার কারণেই এমনটা করা হয়েছে।পুলিশের মধ্যস্থতায় প্রকৃত বয়স্ক ব্যক্তি মালিককে টাকা ফেরত দেওয়া হয়েছে।ওই অটো চালকের এমন সততায় পুলিশ থেকে শুরু করে সকলেই তাকে সাধুবাদ জানিয়েছেন। গঙ্গারামপুর ব্লকের ফুলবাড়ি প্রাণসাগর এলাকার যুবক অটোচালক নুরুল হুদা। বহুদিন ধরেই তিনি ফুলবাড়ী প্রাণসাগর রুটে অটো চালিয়ে জীবিকা নির্বাহ করে থাকেন।
গঙ্গারামপুর ব্লকের ফুলবাড়ী পুলিশ ক্যাম্প সূত্রে খবর, মঙ্গলবার বেলা ১১টা নাগাদ গঙ্গারামপুর থানার বুড়িপুকুরের বাসিন্দা মতিউর রহমান চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হওয়ায় গঙ্গারামপুরে ধান বিক্রি করতে এসেছিলেন।ধান বিক্রি শেষে প্রায় ৩০হাজার টাকা একটি ব্যাগের মধ্যে করে নিয়ে গঙ্গারামপুর থেকে অটোতে চেপে বাড়ির উদ্দ্যেশে রওনা দিয়েছিলেন তিনি।ফুলবাড়ি পৌঁচ্ছে অটো থেকে নেমে যান ওই ব্যক্তি বলে জানা গেছে।সেই সময় তার টাকার ব্যাগটি ফুলবাড়ি,প্রানসাগর রুটের অটোস্ট্যান্ডে রাস্তার উপরে পড়ে যায়।কিছুক্ষণ পর টাকার ব্যাগটি পড়ে থাকতে দেখেন ওই রাস্তা দিয়ে অটো চলাচল করা অটো চালক নুরুল হুদা।ব্যাগ খুলতেই তিনি দেখতে পান নগদ ৩০হাজার টাকা ওই ব্যাগের মধ্যে রয়েছে।বিষয়টি তিনি প্রানসাগর রুটের অটো স্ট্যান্ডের মানুষজনকে জানান।ওই অটো চালক টাকার ব্যাগ নিয়ে হাজির হন ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক ওসি প্রশান্ত কুমার দাসের কাছে।টাকা খুইয়ে ওই বয়স্ক ব্যক্তি পুলিশের কাছে হাজির হয় মঙ্গলবার দুপুরে।এরপর উপযুক্ত টাকার মালিক প্রমান দিলে মতিউর রহমানের হাতে টাকার ব্যাগ তুলে দেন ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক ওসি প্রশান্ত কুমার দাস ও অটো চালক নুরুল হুদা। অটোচালক নুরুল হুদা টাকা সহ ব্যাগ ফেরত দেবার পরে জানিয়েছেন,”সমাজ থেকে মানবিকতা হারিয়ে যায়নি। সেই কারণেই টাকা ফেরত দেওয়া হয়েছে।” টাকা ফেরত পাবার পরে প্রকৃত টাকার মালিক গঙ্গারামপুর থানার বুড়িপুকুরের বাসিন্দা মতিউর রহমান জানালেন,”এখন এমন সৎ মানুষের দেখা পাওয়া সত্যিই খুব বিরল।ধন্যবাদ জানাই অটোচালককে ও পুলিশকে।ফেরত পাওয়া টাকা দিয়ে এবার চিকিৎসা করতে পারব।” অটো চালক নুরুল হুদার প্রতিবেশী দীপক কুমার সরকার জানিয়েছেন,”সত্যি প্রশংসনীয় ধন্যবাদ জানাই নুরুলকে।” ফুলবাড়ী হাইওয়ে ট্রাফিক ওসি প্রশান্ত কুমার দাস জানিয়েছেন,”অটো চালকের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।ধন্যবাদ দিয়ে ছোট করবো না,শুধু বলবো এমন কাজে সকলকে এগিয়ে আসা দরকার।”