কুচকাওয়াজের মধ্যদিয়ে দক্ষিণ দিনাজপুর জেলাতে মহাসমারোহে পালিত হল ৭৫তম প্রজাতন্ত্র দিবস। বালুরঘাট স্টেডিয়ামে এদিন উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা, পুলিশ সুপার চিন্ময় মিত্তাল সহ জেলা প্রশাসনের সমস্ত আধিকারিকগণ। শুক্রবার সকালে কুচকাওয়াজের মধ্যে দিয়ে প্রথমে দেশমাতার প্রতি শ্রদ্ধা জানানো হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। এরপরে গান সালুট এর মধ্যে দিয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জেলাশাসক কে অভিবাদন জানানো হয়। একইসাথে জেলার বিভিন্ন সরকারি দপ্তর এবং বেসরকারি সংস্থার পক্ষ থেকে নানা সামাজিক বার্তা তুলে ধরে বর্ণাঢ্য ট্যাবলো পরিদর্শন করে গোটা স্টেডিয়াম চত্বর।