কিষাণ মান্ডিতে সবজি বিক্রি করার জায়গা না পাওয়ার অভিযোগ তুলে পথ অবরোধ করে আন্দোলনে কৃষকেরা

0
257

বুনিয়াদপুর কিষাণ মান্ডিতে সবজি বিক্রি করার জায়গা না পাওয়ার অভিযোগ তুলে পথ অবরোধ করে আন্দোলনে কৃষকেরা, কৃষকদের ক্ষোভ পুলিশের বিরুদ্ধেও। পৌরসভার চেয়ারপারসন ও এসডিওর হস্তক্ষেপে মিটলো সমস্যা

গঙ্গারামপুর 23 জুন দক্ষিণ দিনাজপুর।কিষাণ মান্ডিতে কৃষকরা সকালে সবজি বিক্রি করার জায়গা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে আন্দোলনে নামলো কৃষকরা।অভিযোগ,পুলিশ কৃষকদের ফসল বিক্রি করতে বাধা দেওয়ার কারণে রাস্তা অবরোধ করে ক্ষুব্ধ কৃষকেরা ।অবশেষে পৌরসভার চেয়ারপারসন ও মহকুমা প্রশাসনের তরফে সমস্যা সমাধানের আশ্বাস দিলে রাস্তা অবরোধ তুলেনেয় কৃষকেরা।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কৃষকদের সুবিধার্থে রাজ্যের সমুদ্র জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে ঘটা করে খোলা হয়েছিল কিষাণ মান্ডি তথা কৃষক বাজার।সেই কৃষক বাজারেই নিজেদের জমিতে ফলানো ফসল বিক্রি করতে এসে অসহায় হয়ে পড়েছেন কৃষকেরা বলে অভিযোগ। কৃষকদের জন্য তৈরি কিষণমান্ডির বেশিরভাগ দোকানই এখন ফরেদের দখলে বলেও অভিযোগ- কৃষকদের। ফলে দীর্ঘদিন ধরে এক প্রকার রাস্তায় বসে জমিতে উৎপাদিত ফসল বিক্রি করে চলেছেন বংশীহারী ব্লকের পাশাপাশি বুনিয়াদপুর পৌরসভা এলাকার বহু কৃষকেরা। ঘটনার কথা বহুবার পুলিশ প্রশাসনকে জানিয়ে কোন লাভ হয়নি বলেও অভিযোগ কৃষকদের। শনিবার সকালে কৃষকেরা যখন কিষাণ মান্ডিতে এসে সবজি বিক্রি করছিলেন সেই সময় পুলিশ কৃষকদের বাধা দেওয়ায় একপ্রকার অসহায় হয়েই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় কৃষকরা। কৃষকদের বিক্ষোভে এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়ে রায়গঞ্জ মালদা ৫১২ নম্বর জাতীয় সড়ক।

এবিষয়ে বিক্ষোভকারী কৃষক জানিয়েছেন,আমরা বেশ কিছুদিন ধরে দেখছি আমাদের জন্য তৈরি কিষানমান্ডি প্রায় পুরোটাই অসাধু ব্যবসায়ীদের দখলে চলে গেছে। আমরা যখন সবজি বিক্রি করতে কিষাণ মান্ডির ভিতরে ঢুকতে যাচ্ছি তখন ওই সমস্ত অসাধু ব্যবসায়ীরা আমাদের মুখখিস্তি করে গালিগালাজ করছে এবং নোংরা ভাষায় কথা বলছে, যাতে আমরা কৃষক বাজারের ভিতরে প্রবেশ করতে না পারি। কোন এক অজানা কারণে প্রশাসন নিশ্চুপ হয়ে রয়েছে তা আমরা দেখছে। আমরা এক প্রকার অসহায় হয়ে শনিবার রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি। আমরা দ্রুত এই সমস্যার সমাধান চাই।

যদিও এবিষয়ে বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন কমল সরকার জানিয়েছেন, আমরা এটা আগে থেকেই দেখছি । আগেও এবিষয়ে যিনি পৌরসভার চেয়ারম্যান ছিলেন তাকে লিখিত অভিযোগ দায়ের করেছিলাম কৃষকেরা এবং বিষয়টি খতিয়ে দেখতে বলেছিলাম। আমরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি কৃষক বাজারের প্রায় সমস্ত দোকান এখন অসাধু ব্যবসায়ীদের দখলে। আমরা তাদের অতি দ্রুত কৃষকদের জন্য তৈরি জায়গা খালি করে দেওয়ার কথা বলেছি। রবিবার সকাল থেকে কৃষকরা আবার তাদের জায়গায় সবজি বিক্রি করতে পারবে। গঙ্গারামপুরে মহকুমা শাসক জানিয়েছেন, দ্রুত সমস্যার সমাধান হোক সেই ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। এখন দেখার বিষয় এটাই কবে নাগাদ এই সমস্যার সমাধান হয় সেটাই সকলেই তাকিয়ে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here