কোচবিহার:-কালো কাপড় দিয়ে মুখ ঢেকে ঘরে ঢুকে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে দম্পত্তিকে৷ । ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ থানার মারূগঞ্জ ভেলাকপা এলাকায়। মৃত মহিলার নাম জরিফা বিবি(৫৫)। মাথা সহ সারা শরীরে আঘাত চিন্হ রয়েছেন। তার স্বামী আলি হোসেন গুরুতর আহত কোচবিহার এমজেএন মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি রয়েছে । ঘটনায় প্রতিবেশীকে আটক করেছে পুলিশ। সইদুল ইসলাম নামে প্রতিবেশী ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে সন্দেহ পুলিশের ৷