শীতল চক্রবর্তী হরিরামপুর 20 অক্টোবর দক্ষিণ দিনাজপুর:-হরিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে প্রচুর নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করা হলো। দক্ষিণ দিনাজপুর জেলা হরিরামপুর থানার আইসি নির্দেশ পেতেই থানার এসআই সঞ্জীব ভদ্র নেতৃত্বে এসআই জাহান্দার আলম, এসআই শরৎচন্দ্র দাস তাদের টিম নিয়ে গিয়ে বুধবার সন্ধ্যায় হরিরামপুর বাজারে বিভিন্ন দোকানে হানা দেন।

হরিরামপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের বিশেষ অভিযানে বুধবার সন্ধ্যায় প্রায় 11.5 কেজি ওজনের বিপুল পরিমাণ সাউন্ড/ফায়ার ক্র্যাকার,145 প্যাকেট সাউন্ড ফায়ার ক্র্যাকার শব্দবাজি আটক করেছে তারা। তবে দোকানদারেরা পুলিশ অভিযানের খবর পেতেই সেখান থেকে পালিয়ে যান।তাই পুলিশের হাতে কেউ গ্রেফতার হয়নি।
হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদার জানিয়েছেন, এমন অভিযান লাগাতার চালানো হবে।