উত্তর দিনাজপুর:-কালিয়াগঞ্জের ১০ নাম্বার মালগাও গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধানের বিরুদ্ধে অনাস্থার পরে কংগ্রেসের উপ প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনে তৃণমূল কংগ্রেস।শুক্রবার বিনা প্রতিদন্দিতায় উপ পুরপ্রধান নিযুক্ত হয় অজয় রায়। গত পঞ্চায়েত নির্বাচনে ১৯ আসন বিশিষ্ট কালিয়াগঞ্জ মালগাও গ্রাম পঞ্চায়েতে বিজেপি ও কংগ্রেস যৌথ ভাবে পঞ্চায়েত গঠন করে।বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল সরকার তৃতীয়বারের আসার পর থেকেই রাজ্যে বিভিন্ন পঞ্চায়েত গুলি শাসক দল তৃণমূল কংগ্রেসের দখলে আসা শুরু করে।কিছুদিন আগে পঞ্চায়েয়ের প্রধানের বিরুদ্ধে অনাস্থার পর তৃণমূলের প্রধান হয় নিলিমা রায়।উপ প্রধানের বিরুদ্ধে অনাস্থার পর আজ বিনা প্রতিদন্দিতায় ১৯ জনের মধ্যে ১১ জন সদস্যের উপস্থিতিতে উপ প্রধান হয় অজয় রায়।আগামীদিনে সাধারণ মানুষের স্বার্থে কাজ করবে পঞ্চায়েত।এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য, পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার সহ তৃণমূল নেতৃত্ব।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের ১০ নাম্বার মালগাও গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধানের বিরুদ্ধে অনাস্থার পরে কংগ্রেসের...