কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী বয়রা কালী মন্দিরে পূজা দিয়ে কালিয়াগঞ্জ থেকে ভোট প্রচারের নামলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পাল

0
197

কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী বয়রা কালী মন্দিরে পূজা দিয়ে কালিয়াগঞ্জ থেকে ভোট প্রচারের নামলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পাল।এদিন ভোট প্রচারের সাথে ছিলেন জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার সহ অন্যান বিজেপি কর্মী সমর্থকেরা।সোমবার প্রথমে ডাকবাংলা রোডের নির্বাচনি কার্যালয় থেকে মিছিল করে আসে বয়রা কালী মন্দিরে সেখানে পূজা দিয়ে সাধারণ মানুষের কাছে ভোট ভিক্ষা করেন কারো কাছে হাত জোর করে আবার বড়দের পা ছুয়ে আশির্বাদ নেন বিজেপি প্রার্থী কার্তিক পাল। কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে। মুনি ঋষীদের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে।এবং শ্রীকলোনীতে অবস্থিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রায়গঞ্জের প্রয়াত সাংসদ প্রিয়রঞ্জন দাশমুন্সির পূর্ন মূর্তিতে মাল্যদান করেন লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল।পাশাপাশি কালিয়াগঞ্জের ডাকবাংলা রোডে অবস্থিত রাধাকৃষ্ণ মন্দির ও ঘাটুসাম মন্দিরে পূজা দেন এবং সেখানেই মাড়োয়ারি সম্প্রদায়ের মানুষের সাথে দোল উৎসবে মেতে উঠেন। সাংবাদিকদের মূখমূখী হয়ে বলেন তার জয় নিশ্চিত সুধু সময়ের অপেক্ষা। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে প্রতিপক্ষ বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রমজকে প্রধান প্রতিপক্ষ মনে করছেন।কারণ তৃণমূলে লোক থাকবে কিন্তু ভোট পাবে না সব ভোট বিজেপিতে দিবে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে জনগণেরা।

বাইট :- কার্তিক পাল বিজেপি প্রার্থী
বাইট :- বাসুদেব সরকার বিজেপি জেলা সভাপতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here