কালিয়াগঞ্জ 22 মে উত্তর দিনাজপুর:-জমি নিয়ে বিবাদের জেরে এক মহিলার মৃত্যুর ঘটনা ব্যাপক শোরগোল পড়েছে এলাকাজুড়ে।এলাকাবাসীদের অভিযোগ, জমি নিয়ে বহুদিন ধরেই দুই ভাইয়ের মধ্যে বিবাদ চলছিল। সেই ঘটনাটাকে কেন্দ্র করে এমন খুনের ঘটনা বলে গ্রামবাসীদের দাবি। চঞ্চলকের ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ১নম্বর অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের গৌরীপুর গ্রামে। কালিয়াগঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকে মৃত দাদা বৌদি পলাতক।ঘটনার ব্যাপক শোরগোল পড়েছে এলাকার জুড়ে।
কালিয়াগঞ্জ ব্লকের এক নম্বর অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের মধ্য গৌরপুর গ্রামের বাসিন্দাদের দাবি,বহুদিন ধরে ওই এলাকার বাসিন্দা সুকুমার রায়ের সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ নিয়ে তার ভাই সুবোধ রায়ের মধ্যে ঝামেলা চলছিল। যে ঘটনায় দু পক্ষের মধ্যে ব্যাপক গোলমাল শুরু হয় গ্রামবাসীরা জানিয়েছেন। গ্রামবাসীদের দাবি সেই বিবাদ এমন পর্যায়ে পৌঁছায় যে সুকুমার রায়ের স্ত্রী কমলা রায় (৪০)কে তার দেওর সুদেব ও তার স্ত্রীও মিলে সুকুমারের স্ত্রীকে বেধড়ক পরিবারের মারধর করে। ঘটনায় ব্যাপক মাধ্যম কে গুরুতর অসুস্থ হয়ে সুকুমার রায়ের স্ত্রী কমলা রায়ের মৃত্যু হয় বলে দাবি এলাকার লোকজনদের।
এক মহিলা সহ এলাকার তিন গ্রামবাসী অভিযোগ করে বলেন, জমি নিয়ে বিবাদে জেরে এমন ঘটনা ঘটেছে । পরে আমরা শুনলাম সুকুমার রায়ের স্ত্রী কমলা রায়ের মৃত্যু হয়েছে। পুলিশ তদন্ত করলেই সব প্রমাণ হয়ে যাবে।
ঘটনার বিষয়টি খবর পেয়ে ঘটনাস্থল ও যেখানে যা দেহ পড়েছিল সেখানে ছুটে যায় কালিয়াগঞ্জ থানার পুলিশ। তারাই ওই গৃহতের ব্যতীত উদ্ধার করে ময়না তদন্তে নামে ।
প্রশ্ন উঠেছে ,এমন ঘটনা ঘটিয়ে কেনই বা চুপিসারে গা-ঢাকা দিলে অভিযুক্ত ও তার স্বামী। যদিও এ বিষয়ে কালিয়াগঞ্জ থানায় এগুলো লিখিত অভিযোগ দায়ের করা না হলেও ,পুলিশ কেন এই বিষয়টি নিয়ে সুয়োমোটো খুনের মামলা দায়ের করছে না সেই প্রশ্ন তুলেছেন অনেকেই।
যদিও কালিয়াগঞ্জ থানার পুলিশ বলছে, ময়নাতদন্ত করা হয়েছে। যদি ময়না তদন্তে প্রাথমিকভাবে খুনের তথ্য প্রমাণ আমাদের হাতে আসে তাহলে অবশ্যই খুনের মামলা দায়ের করা হবে।
এমন ঘটনায় শোরগোল পড়েছে এলাকা জুড়ে।