উত্তর দিনাজপুর:-বাংলা কথা বলার অপরাধে,ব্যাঙ্গালোর থেকে চলে এলো নিজের বাড়ির উদ্দেশ্যে মঙ্গলু রায়।মঙ্গলু রায়ের অপরাধ সে বাংলা ভাষায় কথা বলে।মঙ্গলু রায় ব্যাঙ্গালোরের একটি পাতি মিলে পরিযায়ী শ্রমিক হিসেবে বিগত ১৫ বছর ধরে কাজ করতো।তিনি বালফনখুব ভালো ছিল।১৫ বছর ধরে একনাগাড়ে কাজ করে আসছিল।কিন্তু মাস খানেক হয় রাতে তারা যে খানে থাকতো সেই জায়গায় রাতে গিয়েকিছু লোক তাদের বলতো তোমারা বাঙালি তোমাদের এখানে থাকা যাবেনা।তোমরা এখান থেকে চলে যাও।বাধ্যহয়ে মঙ্গলু যখন শুনতে পায় বাংলার মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে বলছে পরিযায়ী শ্রমিকরা তাদের নিজের বাড়িতে চলে এলে তাদের প্রত্যেকের জন্য মাসে পাঁচহাজার টাকা দিবে।সেই কারণেই বাংলায় উত্তর দিনাজপুর জেলার কালিয়া গঞ্জের মুস্তাফানগর গ্রামে নিজের বাড়িতে চলে এলো।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের মুস্তফা নগরের পরিযায়ী শ্রমিকরা বাংলা ভাষায় কথা বলার অপরাধে ব্যাঙ্গালোর থেকে...