শিলিগুড়ি:-কালিম্পংয়ে টানা বৃষ্টিতে রবিবার গভীর রাতে কালিম্পংয়ের শ্বেতীঝোরায় ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামে,যার জেরে ওই পথে বন্ধ রয়েছে পশ্চিমবঙ্গ থেকে সিকিম ও কালিম্পংয়ের যান চলাচল।অন্যদিকে সোমবার সকাল থেকেই ধস সরানোর কাজ শুরু করেছে পুলিশ প্রশাসন।জানা গেছে ধস সম্পূর্ণ সরিয়ে রাস্তা স্বাভাবিক করতে বেশ কিছুটা সময় লাগবে।এরপরই প্রশাসনের তরফ থেকে রাস্তা পরিষ্কার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।
Home বাংলা উত্তর বাংলা কালিম্পংয়ে টানা বৃষ্টিতে রবিবার গভীর রাতে কালিম্পংয়ের শ্বেতীঝোরায় ১০ নম্বর জাতীয় সড়কে...