কালবৈশাখীর তাণ্ডব! ঝড়ে তছনছ বালুরঘাট জেলা আদালত

0
284

কালবৈশাখীর তাণ্ডব! ঝড়ে তছনছ বালুরঘাট জেলা আদালত। পুরনো রাবার গাছ উপড়ে পড়ে ক্ষতিগ্রস্ত আইনজীবীদের সেরেস্তা।

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১২ মে: কালবৈশাখীর তাণ্ডব! তছনছ বালুরঘাট জেলা আদালত। বৃহস্পতিবার রাতে স্বল্প সময়ের ঝড়ে উপড়ে পড়ল জেলা আদালত চত্বরে থাকা একটি বড় রাবার গাছ৷ যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে আদালতের ভেতরে থাকা আইনজীবীদের একাধিক সেরেস্তা সহ গোটা আদালত চত্বর। এছাড়াও ভেঙে পড়েছে আদালতের মূল গেট। সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে ওই এলাকায় চলাচলের একমাত্র রাস্তা। আদালত চত্বরের বাইরে থাকা ইলেকট্রিকের ট্রান্সফর্মার সহ বিদ্যুতের খুঁটিও উপড়ে পড়েছে। যার ফলে বিস্তীর্ণ এলাকায় বন্ধ রয়েছে বিদ্যুৎ পরিষেবাও। শুক্রবার সকাল থেকে যার জেরে বিঘ্নিত হয় আদালতের যাবতীয় কাজকর্ম। যদিও ঘটনার পর থেকেই উদ্ধার কাজে নেমেছে বালুরঘাট পুরসভা কর্তৃপক্ষ।

বার এসোসিয়েশনের সহ সম্পাদক দেবরাজ চক্রবর্তী বলেন, ঝড়ের দাপটে গাছটি উপরে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে গোটা আদালত চত্বর। রাতের অন্ধকারে হওয়ায় কোন হতাহতের তেমন কোনো খবর নেই। তবে এই ঘটনার জেরে এদিন সকাল থেকে আদালতের বেশকিছু কাজকর্ম বিঘ্নিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here