কালচিনি ব্লকের মালঙ্গী এলাকায় শনিবার জেলা স্তরীয় টাইকুণ্ডু প্রতিযোগিতা আয়োজিত হল

0
105

কালচিনি ব্লকের মালঙ্গী এলাকায় শনিবার জেলা স্তরীয় টাইকুণ্ডু প্রতিযোগিতা আয়োজিত হল। এই চাম্পিয়নশিপে সফলরা দক্ষিণ চব্বিশ পরগণা জেলায় আয়োজিত রাজ্য স্তরীয় টাইকুণ্ডু প্রতিযোগিতায় অংশগ্ৰহণ করবে। এদিন ছেলে ও মেয়ে মিলিয়ে মোট ৫০ জন অংশগ্ৰহণ করেছে। বলে জানান আলিপুরদুয়ার জেলা টাইকুণ্ডু আ্যসোসিয়েশন সম্পাদক মহীপাল বিশ্বকর্মা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here