কালচিনি ব্লকের নিউ হাসিমারা এলাকাতে মঙ্গলবার সাত সকালে শুরু হয় বাইশনের তান্ডব। এলাকার এক ব্যক্তিকে বাইশনের আহত করার ভিডিও দেখে ভীত সকলে।
মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সেই ভিডিও এলাকাবাসীদের মোবাইলে। নিউ হাসিমারা এলাকায় এই বাইশনটি জলদাপাড়ার জঙ্গল থেকে এসেছিল বলে মনে করা হচ্ছে। লোকালয়ে বাইশন দাপিয়ে বেরতে দেখে ঘরছাড়া সকলে। আহত ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছে আলিপুরদুয়ার হাসপাতালে চিকিৎসার জন্য।
বনকর্মীরা ঘটনাস্থলে রয়েছে। বাইশনটি উদ্ধারের চেষ্টা চলছে।