জলপাইগুড়ি:- কামতাপুর প্রগ্রেসিভ পার্টির জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কমিটির পক্ষ থেকে জেলায় সদ্য তৈরি হওয়া দুটি কামতাপুর ভাষার বিদ্যালয়ের বিষয়ে বিভিন্ন তথ্য জানতে জলপাইগুড়ি জেলা শাসকের সাথে দেখা করতে উপস্থিত হন সোমবার। ডিস্ট্রিক্ট কমিটির প্রেসিডেন্ট বিমল বর্মন বলেন, জেলায় দুটো কামতাপুর ভাষার বিদ্যালয়ের জন্য আগেই জেলা শাসকের দপ্তর থেকে মোট ৪ জন স্টাফকে নিয়োগ করার বিষয় এগিয়ে ছিল। ফের আবার দেখা যাচ্ছে ইন্টারভিউর কথা বলা হচ্ছে। পাশাপাশি নিয়োগ কমিটিতেও তাদেরকে রাখা হয়নি বলে অভিযোগ।
Home বাংলা উত্তর বাংলা কামতাপুর প্রগ্রেসিভ পার্টির জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কমিটির পক্ষ থেকে জেলায় সদ্য তৈরি হওয়া...