শিলিগুড়ি:-
কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম নিয়ে শিলিগুড়িতে বিক্ষোভ প্রদর্শন করার সময় পুলিশি হেনস্থার শিকার হয়েছেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ।বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠকে এমনটাই অভিযোগ আনলেন খোদ বিধায়ক।তিনি অভিযোগ করে বলেন সেই সময় প্রচুর পুলিশ তাকে আটকানোর জন্য এসেছিল যেখানে তিনি আগেই বলেছিলেন এটি কোন রাজনৈতিক কর্মসূচি নয় এটি ব্যক্তিগত কর্মসূচি।কিন্তু তা সত্ত্বেও পুলিশ পুলিশ তাকে আটক করে নিয়ে যায় এমনকি প্রচুর পুলিশ তার সঙ্গে খারাপ ব্যবহার এবং খারাপ ভাষা ব্যবহার করেছেন এমনটাই অভিযোগ আনেন বিধায়ক।কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠ যাতে কেবলমাত্র খেলার জন্য ব্যবহার করা হয়।তার দাবি রয়েছে বিধায়কের।