আলিপুরদুয়ার :কাঁটাতারের বেড়ায় আটকে মৃত্যু হল এক বার্কিং ডিয়ারের । ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট এলাকায় । জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া একটি পেট্রলপাম্পের সীমানা কাঁটা তারের বেড়ায় আটকে যায় একটি বার্কিং ডিয়ার এবং কাঁটা তারের বেড়ায় আটকে মৃত্যু হয় বার্কিং ডিয়ারের এদিন সকালে পেট্রলপাম্পের কর্মীরা বার্কিং ডিয়ারের মৃতদেহ দেখতে বনদপ্তরে খবর দেয় ঘটনাস্থলে জলদাপাড়া বনভিবাগের বনকর্মীরা পৌছেছে । ঘটনার তদন্ত করছে বনদপ্তর।