কলেজ পরিচালন সমিতির সভাপতি নিযুক্ত হয়েই বালুরঘাট কলেজে পা রাখলেন অধ্যাপক সানোয়ার মোল্লা

0
301

কলেজ পরিচালন সমিতির সভাপতি নিযুক্ত হয়েই বালুরঘাট কলেজে পা রাখলেন অধ্যাপক সানোয়ার মোল্লা। চলল কলেজের বিতর্কিত বিষয় নিয়ে আলোচনাও

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২০ মার্চ——- অর্পিতা সরতেই বালুরঘাট কলেজে পা রাখলেন নবনিযুক্ত কলেজ পরিচালন সমিতির সভাপতি সানোয়ার মোল্লা। বুধবার বালুরঘাট পুরসভার চেয়ারম্যান তথা কলেজের গভর্নিং বডির সদস্য অশোক মিত্র ও রঞ্জন গঙ্গোপাধ্যায় কে নিয়ে সশরীরে হাজির হন কলকাতার রামমোহন কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ও ওয়েবকুপার সহ-সম্পাদক। এদিন প্রথমেই কলেজের অধ্যক্ষের সঙ্গে বিভিন্ন কাজ নিয়ে আলোচনায় বসেন অধ্যাপক সানোয়ার মোল্লা। যেখানেই আলোচিত হয় পূর্বতন পরিচালন সমিতি থাকাকালীন সময়ে কলেজের পুরনো ভবন ভেঙে নিজস্ব তহবিল দিয়ে বাইরের এজেন্সিকে ব্যবহার করে যে নতুন ভবন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং যাকে ঘিরেই যে বিতর্কের পরিবেশ তৈরি হয়েছিল তা নিয়েও এদিন নতুন সভাপতি অধ্যক্ষকে জানিয়েছেন। যদিও এনিয়ে কোন আলোচনা হয়নি বলে সংবাদমাধ্যম কে জানিয়েছেন কলেজ অধ্যক্ষ।

বালুরঘাট কলেজের পরিচালন সমিতির সভাপতি সানোয়ার মোল্লা বলেন, ‘কলেজের মূলত একাডেমিক উন্নয়নের বিষয়টি প্রাধান্য পাবে। কিভাবে কলেজকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় তাই নিয়ে কাজ করব। এদিন কলেজ সংক্রান্ত একাধিক তথ্য সংগ্রহ করেছি। কলেজে জিওলজি বিষয় খোলা যায় কিনা তা নিয়ে অধ্যক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। তাকে পুরনো ভবন ভেঙে নতুন করার বিষয়টি বলেছি। তিনি বলেছেন এরকম একটা সিদ্ধান্ত হয়েছিল। দুই সপ্তাহের মধ্যে পরিচালন সমিতির বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।’

বালুরঘাট কলেজের অধ্যক্ষ পঙ্কজ কুণ্ডু জানান, ‘পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তিতে সভাপতি বদলের কথা বলা হয়েছে। যা আমার কাছে গত সোমবার এসেছে। এদিন কলেজের পরিচালন সমিতির সভাপতি সহ আরও দুজন এসেছিলেন। তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কলেজের ফান্ডের যুগ্ম কার্যকারক হিসেবে সভাপতি থাকেন। ফলে এই নিয়ে আগামীতে বৈঠকে বসা হবে। তবে শুক্রবার থেকে নির্বাচন দপ্তরের তরফে কলেজ নিয়ে নেওয়ার কথা জানিয়েছে, যা ভোটের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত তাদের হেফাজতে থাকবে। যত তাড়াতাড়ি সম্ভব ফান্ডের যুগ্ম কার্যকারক পরিবর্তনের বৈঠক করা হবে। পুরনো ভবন ভাঙার বিষয়ে আলোচনা হয়নি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here