কলকাতা কর্পোরেশনে পুনঃনির্বাচনের দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি

0
279

কলকাতা কর্পোরেশনে পুনঃনির্বাচনের দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি, নির্বাচনের নামে পুলিশ, কমিশন ও রাজ্য সরকারের বিরুদ্ধে  ভোট লুটের যাত্রাপালা দেখানোর অভিযোগ সুকান্তর

পিন্টু কুন্ডু, বালুরঘাট,  ১৯ ডিসেম্বর  ——– কলকাতা কর্পোরেশনের পুনঃনির্বাচনের দাবি জানালেন বিজেপি রাজ্য সভাপতি। রবিবার নির্বাচন শেষে বালুরঘাটে এক সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান সুকান্ত মজুমদার। তার দাবি কলকাতা কর্পোরেশনের ভোট আসলে ভুয়ো ভোট, নির্বাচনের নামে একটা প্রহসন হলো মাত্র। সম্পূর্ণরূপে  অগণতান্ত্রিক পদ্ধতিতে এই রাজ্য সরকার চলছে। রাজ্য সরকার,  নির্বাচন কমিশন ও রাজ্য পুলিশের মেলবন্ধনে ভোট লুট করা হয় কিভাবে তার যাত্রাপালা আমরা দেখলাম বলেও জানান তিনি। যে যাত্রাপালা তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব সফলতার সাথেই সম্পন্ন করেছে বলে তার দাবি। তিনি আরো বলেন, তাদের কোনো কোনো নেতা বলছেন ভোট রেগিং হয়নি, তারা তা দেখতেও পাননি। তাদের উদ্দেশ্যে কিছুটা কটাক্ষ করে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার  বলেন, যারা এই ঘটনা চোখে দেখতে পাননি তারা বিজেপির সাথে প্রয়োজনে যোগাযোগ করবেন। কেননা রাজ্যের চিকিৎসাব্যবস্থা তলানীতে পৌঁছেছে, তাই তাদের চোখের অপারেশন করাতে দক্ষিণ ভারতে পাঠানো হবে।


এদিন সকাল থেকেই কলকাতা পুরোভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে রাস্তায় নামে বিজেপি। বালুরঘাটের হিলি মোড়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির নেতা কর্মীরা। দীর্ঘ প্রায় একঘন্টা ৫১২ জাতীয় সড়ক অবরোধের জেরে চরম ভোগান্তিতে পড়েন পথচলতি মানুষেরা।  এদিন কলকাতা ভোটের প্রতিক্রিয়া জানাতে গিয়ে নির্বাচন কমিশনকে ‘মেরুদণ্ডহীন’ বলে কটাক্ষ করলেন তিনি।   প্রসঙ্গত, আজ কলকাতার পুরোভোট ঘিরে সকাল থেকেই উত্তপ্ত ছিল শহর। কখনও বোমাবাজি, কখনও পোলিং এজেন্টকে মারধর, কখনও বা সিসি ক্যামেরায় কারচুপির অভিযোগ উঠেছে। আর যে কারনেই এদিন দিনের শেষে সাংবাদিক বৈঠক করে এই নির্বাচন কে প্রহসন আখ্যা দিয়ে পুনর্নিবাচনের দাবি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। 


তার বক্তব্য কলকাতা কর্পোরেশনের তৃণমূলের চাইতে বিজেপি অনেকটাই কম শক্তিশালী। এই রকম পরিস্থিতিতে তৃণমূল যেভাবে আজ আগ্রাসী ভূমিকায় দেখালো তাতে আগামীতে জেলাগুলিতে যে পুর-নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে ভোট করাতে হলে কেন্দ্র বাহিনী দিয়ে করানোর দাবি জানালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এক্ষেত্রে তিনি বলেন জেলাগুলিতে কলকাতার চাইতে বিজেপি অনেকটাই শক্তিশালী। সেখানে পুরসভা নির্বাচনে তৃণমূল কোনরূপ সন্ত্রাসের চেষ্টা করলে বিজেপি তা প্রতিরোধ করবে। সেক্ষেত্রে বহু প্রাণহানির ঘটনা ঘটতে পারে। তাই জেলাগুলিতে পৌরসভা নির্বাচন করতে হলে কেন্দ্রীয় বাহিনী দিয়েই করতে হবে নচেৎ নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here