হরিরামপুর: কলকাতার মেয়ো রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে ফেলার অভিযোগ সেনার বিরুদ্ধে,ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ মিছিল করলো হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি।মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির তরফে হরিরামপুর শহর জুড়ে বের করা হয় একটি বিরাট প্রতিবাদ মিছিল , যে মিছিলটি গোটা হরিরামপুর শহর পরিক্রমা করে হরিরামপুর তৃণমূলের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। যেখানে হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি ইয়াসিন আলী, হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসে কমিটির সহ সভাপতি মনোজিৎ দাস,
হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেমচাঁদ নুনিয়া, হরিরামপুর ব্লক তৃণমূল নেতা তোফাজ্জল হোসেন, হরিরামপুর ব্লক কিষান ক্ষেতমজুরের সভাপতি আজহার হোসেন, বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা পারভিন সহ আরো এক ঝাঁক তৃণমূল নেতাও কর্মীরা উপস্থিত ছিলেন মিছিলে।