তখনি তৃণমূলের কর্মী সভার মধ্য দিয়ে দলের নতুন দায়িত্ব পাওয়া নেতৃত্বদের সংবর্ধনা দেওয়া হল ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির তরফে, করা হলো একুশে জুলাইয়ের প্রচার শীতল চক্রবর্তী বালুরঘাট ১৮জুন দক্ষিণ দিনাজপুর ২১শে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে কর্মীসভার আয়োজন করল ব্লক তৃণমুল কংগ্রেস।দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লক তৃণমুল কংগ্রেসের উদ্যোগে বুধবার তপন বাসস্ট্যান্ডের কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এদিনের কর্মীসভা।উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ ভাওয়াল, গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র,বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র,জেলা পরিষদের মেন্টর , তপন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সমীর রাহা,সুব্রত ধর,তপন পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা বর্মন,জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি স্নেহলতা হেমরম,তৃণমূল নেতা অজয় বর্মন,তপন ব্লক আইএনটিটিইউ সভাপতি জয়নাল সরকার,কমল টিগ্গা, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক কৌশিক সাহা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা। এদিন কর্মীসভার শুরুতেই ২১শে জুলাইয়ের দেওয়াল লিখন করেন তৃণমূল নেতৃত্ব। সেইসঙ্গে এদিনের এই কর্মীসভা থেকে পুনর্নিযুক্ত জেলা সভাপতি সুভাষ ভাওয়াল ও জেলা কিষাণ ক্ষেতমজুরের নবনিযুক্ত তরুণ যুবক সভাপতি সাহেনশা মোল্লাকে সংবর্ধনা প্রদান করে তৃণমূল নেতৃত্ব।
প্রতিবছর ২১শে জুলাই দিনটি শহীদ দিবস হিসেবে পালন করে থাকে তৃণমূল কংগ্রেস। দিনটিতে তৃণমূল কংগ্রেস কর্মীরা কলকাতার ধর্মতলায় জমায়েত হয়ে দিনটি পালন করে থাকে। প্রতিবারের মতো এবারেও দিনটি সাড়ম্বরে পালনের উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস।ইতিমধ্যে ২১শে জুলাইয়ের প্রস্তুতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সেইমতো বুধবার তপন ব্লকে এক কর্মীসভার আয়োজন করা হয়।
জেলা তৃণমূল সুভাষ ভাওয়াল জানিয়েছেন,”তবু নিজের দল শক্তিশালী হচ্ছে তা প্রমাণ হল এমন কর্মী সভার মধ্যে দিয়ে। ধন্যবাদ জানাই নেতা ও কর্মীদের।” গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান তথা জেলা তৃণমূলের অন্যতম প্রশান্ত প্রশান্ত মিত্র বলেন,”দলীয় কর্মীদের আবেগ ও সংবর্ধনা অন্য মাত্রা পেয়েছে তপনে। একুশে জুলাই প্রচার ও শুরু করা হলো।” তপন ব্লক সভাপতি তৃণমুল কংগ্রেস সমীর রাহা বলেন,”দলের নতুন দায়িত্ব পাওয়া নেতাদের সংবর্ধনের পাশাপাশি এখান থেকেই একুশে জুলাই প্রস্তুতি শুরু করা হলো। তখন থেকে প্রচুর পরিমাণে দলীয় কমন কর্মী সমার্থক কলকাতায় যাবে।”। এদিন তপন ব্লক তৃণমূলের কর্মসূচিতে ব্যাপক পরিমাণে কর্মী সমার্থকদের ভিড় হয়েছিল।
Home দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর কর্মী সভার মধ্য দিয়ে দলের নতুন দায়িত্ব পাওয়া নেতৃত্বদের সংবর্ধনা দেওয়া হল