কর্তব্যরত পুরকর্মীকে মারধর! আইনজীবীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ বালুরঘাট পুরসভার
বালুরঘাট, ১ আগষ্ট —- পুরসভার কর্মীকে সরকারি কাজে বাধা দেওয়া, মারধর ও শারীরিক হেনস্থার অভিযোগ উঠল বালুরঘাটের এক আইনজীবীর বিরুদ্ধে। বুধবার রাতে বালুরঘাট পুরসভার তরফে শহরের রাস্তায় ঘুরে বেড়ানো গরু ধরার কাজ চলাকালীন এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। যেখানে আন্দোলন সেতুর কাছে পুরসভার কর্মী সুজন পাহানকে হেনস্তা করেন আইনজীবী ভাস্কর গুহ বলে জানিয়েছেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। তিনি বলেন, ‘এই নিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে।’ যদিও ভাস্করবাবুর দাবি, অভিযোগ সম্পুর্ণ ভিত্তিহীন। ‘গরু ধরার সময় আমার বাইকে ধাক্কা লাগে এবং বাইক নিয়ে পড়ে যায়। প্রাথমিকভাবে গোরু চুরি করছিল মনে করেই কিছু তর্কাতর্কি হয়েছে, মারধরের কোনও ঘটনা ঘটেনি।’