করোনা মোকাবিলায় ফের মাস্ক এটিএম চালু বালুরঘাটে, শহরজুড়ে চারটি এটিএম চালু সাংসদের

0
434

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৬ মে— করোনা মোকাবিলায় ফের বালুরঘাট শহরে বসলো মাস্ক এটিএম। মঙ্গলবার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের দেখানো পথেই বালুরঘাটে মাস্ক এটিএম চালু করলেন সাংসদ। করোনা রুখতে এমন উদ্যোগ যথেষ্টই প্রশংসনীয় বলে দাবি বাসিন্দাদের। বুধবার শহরের কোর্ট মোড়, সুপার স্পেশালিটি হাসপাতাল এলাকা সহ জনবহুল চারটি স্থানে মাস্ক এটিএম খোলা হয়েছে। প্রতিদিন একশোটি করে সার্জিক্যাল মাস্ক রাখা থাকবে ওই সব এটিএমগুলিতে। যেখান থেকে সাধারণ মানুষ তাদের প্রয়োজনে বিনামূল্যে মাস্ক সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছেন সাংসদ। 

      সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন, করোনা রুখতে মাস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দিক লক্ষ্য করেই শহরজুড়ে  চারটি মাস্ক এটিএম খোলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here