করোনা মোকাবিলায় নতুন করে মাঠে নামছে স্বাস্থ্য দপ্তর, শুক্রবার উদ্বোধনের মাধ্যমে ১১০ টি বেড দিয়ে শুরু হবে পরিষেবা
পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২ জুন––– করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল সমগ্র দেশ । দিনের পর দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা । প্রতিদিন মৃত্যুর সংখ্যাটাও ভাবিয়ে তুলছে সকলকে । সুরক্ষার একাধিক বিষয় অবলম্বন করেও আটকানো যাচ্ছে না সংক্রমণ । তাই এবারে করোনা মোকাবিলায় বালুরঘাট জেলা হাসপাতালে নতুন করে খোলা হচ্ছে কোভিড ওয়ার্ড । প্রথমিক ভাবে ১১০ টি বেড দিয়ে চালু করা হবে পরিষেবা । এদিন বালুরঘাট জেলা হাসপাতালের দ্বিতলে ওই ওয়ার্ডের কাজ খতিয়ে দেখেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক । শুক্রবারই চালু করা হবে বিশেষ ওই ওয়ার্ড ।
জেলা হাসপাতাল সূত্রের খবর, আগামী দিনে করোনার তৃতীয় ঢেউ শুরু হলে আরও বাড়বে আক্রান্তের সংখ্যা । সেই দিক সামাল দিতেই আগে ভাবে এমন প্রস্তুতি শুরু করে দিয়েছে স্বাস্থ্য দপ্তর । রাজ্যের নির্দেশে এই কাজ করা হচ্ছে । সকলকে সাবধান ও সুরক্ষিত থাকতে প্রচারও চালাবে জেলা স্বাস্থ্য দপ্তর । জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানিয়েছেন, আগামীতে করোনার তৃতীয় ঢেউ আসলে আরও বেশি আক্রান্তের সংখ্যা বাড়বে । সেই দিক মাথায় রেখেই রাজ্যের নির্দেশে নতুন বেড চালু করা হচ্ছে । শুক্রবার উদ্বোধন হবে ওয়ার্ডের । প্রাথমিক ভাবে ১১০ টি বেড থাকবে । পরে প্রয়োজন অনুসারে পরিষেবা দেওয়ার চেষ্টা হবে ।