পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১০ এপ্রিল––– দীর্ঘ কয়েক দিনের লড়াইয়ের পর করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন গঙ্গারামপুরে বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় । ভোট গণনার আগেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি । আর যার কারনে গননা কেন্দ্রে অনুপস্থিত ছিলেন তিনি। ২ রা মে গঙ্গারামপুর আসনের তৃণমূল প্রার্থী তথা জেলা তৃণমূল সভাপতি গৌতম দাসকে হারিয়ে ওই কেন্দ্রে জয়ী হন তিনি। যারপরেই তার করোনা আক্রান্তের খবর নিয়ে বেশকিছু গুজব ছড়িয়ে পড়ে গোটা জেলাজুড়ে। যদিও পরে বিধায়ক নিজেই তার ফেসবুক একাউন্ট থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তার অস্তিত্বের প্রমাণ দেন । চিকিৎসকদের পরামর্শে ওষুধ খেয়ে সুস্থ রয়েছেন বলেও স্পষ্ট করেন তিনি । সোমবার করোনা নেগেটিভ রিপোর্ট হাতে পেতেই বাড়ি ফিরেছেন তিনি । বিষয়টি জানবার জন্য একাধিকবার ফোন করেও সত্যেন্দ্রনাথ রায়ের কোন সাড়াশব্দ মেলেনি।
যদিও এব্যাপারে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানিয়েছেন, সত্যেন্দ্রনাথ রায় হাসপাতালে ভর্তি ছিলেন । এদিন পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ এসেছে । তাকে ছুটি দেওয়া হয়েছে । ছুটি নিয়ে বাড়ি ফিরে গিয়েছেন তিনি।