করোনা বিধির তোয়াক্কা নেই, বালুরঘাটে ব্যবসায়ী সমিতির ভ্যাকসিন পর্ব ঘিরে হুড়োহুড়ি ব্যবসায়ীদের, পরিচিতদের গুরুত্ব দেওয়ার অভিযোগ

0
360

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৬ মে—  করোনার ভ্যাকসিন নেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল বালুরঘাটে। বুধবার বালুরঘাট ব্যাবসায়ী সংঘের পক্ষ থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হতেই হুড়োহুড়ি পড়ে যায় ব্যবসায়ীদের মধ্যে । অভিযোগ, মুখ চিনে পরিচিতদের অগ্রাধিকার দেওয়া হচ্ছিল। এদিকে ভ্যাকসিন নিতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে তা না পেতেই ক্ষোভ উগড়ে দেন। আর যাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। করোনার নিয়মবিধি ভেঙে এদিন ব্যবসায়ীদের হুড়োহুড়ি করতেও দেখা গেছে। যদিও এমন অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে ব্যবসায়ী সমিতির তরফে।


    প্রদীপ হালদার নামে এক ব্যাক্তির অভিযোগ এখানে শুধু ব্যাবসায়ী দের ভ্যাকসিন দেওয়ার কথা। কিন্তু দীর্ঘ সময় লাইনে দাড়িয়ে থেকেও তারা ভ্যাকসিন পাচ্ছে না।  অন্যদিকে যারা পরে  এসেছে চেনা মুখ দেখে কখনো মাস্টার, কখনো বা অন্য পেশায় যুক্ত ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। 
   ব্যাবসায়ী সমিতির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল্লব মালাকার বলেছে সেরকম কোনো অভিযোগ তার জানা নেই। সব কিছু নিয়ম মাফিক চলরছে।


জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে অবশ্য জানিয়েছেন,  যাদের নাম তালিকায় রয়েছে তারা প্রত্যেকেই ভ্যাক্সিন পাবে। যত রাতই হোক না কেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here