গঙ্গারামপুর,দক্ষিণ দিনাজপুর,৭জুলাই:-করোনা জয়ী পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার দের সংবর্ধনা দিলেন জেলা পুলিশ সুপার।মঙ্গলবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পুলিশ সুপার সংবর্ধনা দেওয়া দেন পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার দের। যেখানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার , অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীন), থানার আইসি সহ অন্যান্য পুলিশকর্মীরা।
দেশজুড়ে করোনা র আতঙ্কে ভুক্তভোগী মানুষজন। করোনা আতঙ্ক কে উপেক্ষা করে নিজেদের কর্মের অটুট থেকে সমাজের মানুষকে একাধিক অভাব অভিযোগ এর দিকে নজর রেখে কাজ করে চলেছেন পুলিশেরা। জীবনের ঝুঁকি নিয়ে নিজেদের কাজ করে যাচ্ছেন তারা। কয়েক মাস ধরেই এই রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা তেও করোনা সংক্রমণ বেড়ে চলেছে।কোন সংক্রমণ কারীদের দ্রুততার সঙ্গে চিকিৎসার মাধ্যমে সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনা হয়েছে ইতিমধ্যে। বেশ কয়েক সপ্তাহ আগে জেলার অন্যান্য থানার পাশাপাশি গঙ্গারামপুর থানাতেও করোনা পরীক্ষার জন্য পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের লালা রস সংগ্রহ করে তা মালদা পাঠানো হয়েছিল। এরপরে গঙ্গারামপুর থানার একজন এসআই, একজন লেডি কনস্টেবল, বেশকিছু সিভিক ভলেন্টিয়ার সহ মোট নয় জনের করোনা পজিটিভ ধরা পড়ে। দ্রুততার সঙ্গে তাদেরকে চিকিৎসা করা হয় এবং তারা বর্তমানে পুরোপুরি করোনা মুক্ত বলে দাবি চিকিৎসকদের।

মঙ্গলবার বিকালে গঙ্গারামপুর থানায় সেই সমস্ত করোনা জয়ী পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ারদের পুষ্পস্তবক, ট্রফি ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটি চিঠি দিয়ে তাদের সংবর্ধনা দেন জেলা পুলিশ সুপার । এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ডাবলু ভুটিয়া, গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু , অন্যান্য অফিসার সহ সিভিক ভলেন্টিয়ার।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার জানিয়েছেন, করোনা জয়ী পুলিশ কর্মীদের আজ সংবর্ধনা দেওয়া হলো। সমাজের প্রতি একটাই বার্তা যারা করোনা সংক্রমণ ঘটেছে তাদের থেকে যেন কেউ মুখ ফিরিয়ে না নেয়।