করোনা কালে পরিশ্রম করিয়েও দিচ্ছে না ভাতা, বালুরঘাটে আন্দোলনে নামলো পৌর স্বাস্থ্যকর্মীরা, ডেপুটেশন জেলা শাসককে

0
426

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৩ জুলাই— করোনাকালে কাজ করিয়েও দিচ্ছে না ভাতা, প্রতিবাদে বিক্ষোভ পৌর স্বাস্থ্য কর্মীদের। শুক্রবার নিজেদের স্থায়ীকরণ, ভাতা বৃদ্ধি সহ ১০ দফা দাবিতে জেলাশাসককে ডেপুটেশনও প্রদান করেন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্য কর্মী ইউনিয়নের সদস্যরা।  সংগঠনের ব্যানারে এদিন দুপুরে বালুরঘাট পৌরসভার সকল স্বাস্থ্যকর্মীরা মিছিল করে জেলা শাসক অফিসে পৌঁছান।

বিক্ষোভকারীদের দাবী, দীর্ঘ বছর ধরে তারা এই কাজে যুক্ত রয়েছেন। করোনা কালেও তারা অবিরত কাজ করে চলেছেন। তা সত্বেও তাদের অবসরকালীন অর্থ দেওয়া হয় না। তারা পিএফ সহ অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। যে সব দাবী দাওয়া পূরণের দাবিতেই এদিন তাদের আন্দোলন।

    সংগঠনের তরফে সুলতা নন্দী জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here