করোনা আবহে রায়গঞ্জের সমাজ সেবক সংঘের থিম ” অপেক্ষা “।

0
763

করোনা আবহে রায়গঞ্জের সমাজ সেবক সংঘের থিম ” অপেক্ষা “। সচেতনতার মাধ্যমে বাংলা করোনা মুক্ত হওয়ার অপেক্ষা মানুষ।

রায়গঞ্জ:—-অনেক মানুষই আছেন বাড়িতে খাঁচায় বিভিন্ন পাখি পোষেন। খাঁচার ভিতরে থাকে পাখি আর মানুষ থাকে বাইরে মুক্ত অবস্থায়। কিন্তু করোনা আবহে সংক্রমণের আশঙ্কায় এখন মানুষ রয়েছে ঘরের ভেতরে খাঁচাবন্দী অবস্থায়। মানুষ গৃহবন্দী হয়ে রয়েছেন করোনা মুক্ত হওয়ার অপেক্ষায়। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের অন্যতম সেরা পুজো সমাজ সেবক সংঘের এবারের পুজোর থিম ” অপেক্ষা “। করোনা মুক্ত হওয়ার অপেক্ষা। খাঁচায় রয়েছে মানুষ আর গাছে রয়েছে মুক্ত বিহঙ্গ। খাঁচায় বন্দী মানুষ রয়েছেন করোনা মুক্তির অপেক্ষায়। সমাজ সেবক সংঘের পুজো মন্ডপ করা হয়েছে সেই পাখির খাঁচার আদলে। বাঁশ ও বেত দিয়ে তৈরি খাঁচার ভেতরে সাজানো বন্দী মানুষ আর কৃত্রিম গাছের ডালে বসে আছে থার্মোকলের তৈরি পাখি। খাঁচার আদলে তৈরি মন্ডপে মৃন্ময়ীর মূর্তি। করোনা থেকে মুক্ত হওয়ার প্রার্থনাতেই এবার তাদের দেবীর আরাধনা। সাধারন মানুষকে করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতন করতেই এবারে স্বল্প বাজেটে আকর্ষণীয় হয়েছে এই সমাজ সেবক সংঘের দূর্গোৎসব। করোনা আবহে এবারের পুজোয় সরকারি নিয়মবিধি মেনে পুজো করা হচ্ছে বলে জানালেন পুজো কমিটির অন্যতম কর্মকর্তা পার্থ চাকলাদার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here