করোনা আবহে বন্ধ রয়েছে আদিনা মসজিদ

0
758

গাজোল,সব্যসাচী মণ্ডল,09 সেপ্টেম্বর:——- মালদার পর্যটন কেন্দ্রের মানচিত্র অতি প্রাচীন ও প্রসিদ্ধ সৌধ গাজোল ব্লকের পানডুয়া গ্রাম পঞ্চায়েতের আদিনা মসজিদ।

প্রায় 700 বছরের পুরনো এই মসজিদ সম্প্রতি ভারত সরকারের পক্ষ থেকে খ্যাতি অর্জন করেছে। এই মসজিদের পিছনে রয়েছে বহু ইতিহাস। রক্ষণা বেক্ষণকারী দের কাছ থেকে জানা যায় রাজা সিকান্দার শাহ আমলে এই সৌধ তৈরি হয় যা আদিনা মসজিদ নামে পরিচিত। বাংলার ঐতিহাসিক স্থাপত্য কলার বৃহত্তম নিদর্শন এটি। এই স্থানে রাজত্ব করেছেন গণেশ রাজা গোপাল রাজার মতো রাজারা। এই মসজিদে রয়েছে খিলান সমৃদ্ধ গম্বুজাকৃতি প্রদক্ষিণ পথ, প্রার্থনার জন্য মিরহার, পশ্চিম প্রান্তে ইমামের জন্য উচ্চ পিঠ, একটি উচ্চ রাজ আসন।

প্রতিদিনই বহু পর্যটক এই মসজিদে আসেন, চলে বিভিন্ন শিক্ষামূলক ভ্রমণ। তবে করণা আবহে বন্ধ রয়েছে আদিনা মসজিদ। পর্যটকরা এলেও ঘুরে যেতে হচ্ছে তাদের। সকলেই চাইছেন খুব তাড়াতাড়ি খুলুক আদিনা মসজিদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here