করোনার সাথে পাল্লা দিয়ে বালুরঘাটে বাড়ছে নোংরা আবর্জনা স্তুপ

0
451

করোনার সাথে পাল্লা দিয়ে বালুরঘাটে বাড়ছে নোংরা আবর্জনা স্তুপ, পৌরসভার উদাসীনতায়  এলাকা সাফায়ে হাত লাগালেন বাসিন্দারাই 

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৫মে——–  করোনা কালে শহর সাফাইয়ে অনীহা পুরকর্মীদের। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে বাড়ছে নোংরা আবর্জনার স্তূপ। পচা দুর্গন্ধে নাভিশ্বাস শহরবাসীর। এমন পরিস্থিতি থেকে বাঁচতে পুর কতৃপক্ষের বিরুদ্ধে  ক্ষোভ উগড়ে জঞ্জাল পরিস্কারে হাত লাগালেন খোদ এলাকার বাসিন্দারাই। মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ১৬ নম্বর ওয়ার্ডের খিদিরপুর হালদার পাড়া এলাকায়। 
      বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকায় কোন নোংরা আবর্জনা সাফাই করা হচ্ছে না। ফলে আবর্জনার স্তুপ জমে ড্রেন উপচে পড়ছে। নোংরা জল রাস্তায় উঠে আসছে। পচা দুর্গন্ধে এলাকায় থাকা দায় হয়ে উঠছে তাদের। বাধ্য হয়ে এদিন বাসিন্দারা নিজেই এলাকা পরিষ্কারে হাত লাগিয়েছেন। এলাকার বাসিন্দা চিত্তরঞ্জন সরকার, সবিতা সরকার ও পাসকরি হালদাররা বলেন, ড্রেনের সমস্যায় নাজেহাল অবস্থা তাদের। পুরসভায় বাস করছেন না পঞ্চায়েতে বাস করছেন তা তারা বুঝতে পারেন না। জনগনের সাধারণ পরিষেবাও নেই শহরে।
      বালুরঘাট পুরসভার দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান হরিপদ সাহ জানিয়েছেন, গুরুত্বসহকারে বিষয়টি দেখা হচ্ছে।  করোনার জন্য এলাকা পরিষ্কার করা একটু সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here