পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৭ মে— কোভিড মোকাবিলায় বালুরঘাটে ত্রিমুখী পরিষেবা চালু করল তৃণমূল কংগ্রেস। শহরের অসুস্থ রুগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন পরিষেবা, রুগীদের হাসপাতালে পৌছাবার এম্বুলেন্স সহ কোভিড আক্রান্তদের বাড়ি স্যানিটাইজেশন করার প্রতিশ্রুতি তৃণমূলের। শুক্রবার থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা প্রদানের লক্ষ্যে সঙ্ঘবদ্ধ হন সংগঠনের কর্মকর্তারা। এদিন সকালে বালুরঘাটের মোক্তার পাড়া এলাকায় তৃণমূলের জেলা কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক ডেকে একথা জানান তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। এদিনের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি শংকর চক্রবর্তী, জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর ললিতা টিজ্ঞা ও সুভাষ চাকী, কুমারগঞ্জের বিধায়ক তোরাব হোসেন মন্ডল প্রমুখ।

তৃণমূল নেতৃত্বদের দাবি মূলত বালুরঘাট পৌরসভা এলাকার বাসিন্দাদের সুবিধার্থে তাদের এই ত্রিমুখী পরিষেবা চালু থাকবে। শহরের মানুষরা যাতে এই পরিষেবাগুলি তাদের প্রয়োজনে পেতে পারে সেই কারনে এদিন তৃণমূলের পক্ষ থেকে একটি হেল্পলাইন ফোন নম্বরও প্রকাশ করা হয়েছে।