পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৫ মে––– দেশ জুড়ে করোনার বাড় বাড়ন্তে অভিনব সিদ্ধান্ত বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের। কোভিড মুক্ত সংশোধনাগার রাখতে আগেভাগেই তৎপর হল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তিন মাসের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সংশোধনাগারের ৮১ জন বন্দী কে। সংশোধনাগার সুত্রের খবর অনুযায়ী , ইতিমধ্যেই সেখান থেকে ২৭ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। আরো ১৫ জন সাজা শেষ করে ফেলেছেন। বাকি ৩৯ জনকে দ্রুত ছেড়ে দেওয়ার জন্য প্রক্রিয়া চলছে। তবে মুক্তি পাওয়া সমস্ত বিচারাধীন বন্দিকেই তিনমাস পর্যন্ত বাড়িতেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সংশোধনাগারের তরফে।
বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের সুপার নবীন কুজুর বলেন, চারিদিকে করোনার আতঙ্ক রয়েছে। রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে ৮১ জন বিচারাধীন বন্দির প্যারোলে মুক্তির অনুমোদন মিলেছে। সেই মত ২৭জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের ছাড়ার কাজ চলছে। এখনো পর্যন্ত কোভিড মুক্ত রয়েছে সংশোধনাগার ।
Home বাংলা উত্তর বাংলা করোনার জের, বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগার থেকে প্যারোলে মুক্তি পেল ৮১ জন বন্দী