কন্যাশ্রী কাপ উপলক্ষে আটদলীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বুনিয়াদপুর ফুটবল মাঠে

0
104

কন্যাশ্রী কাপ উপলক্ষে আটদলীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বুনিয়াদপুর ফুটবল মাঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা।খেলা দেখতে ভিড় জমিয়েছিল প্রচুর দর্শক।

উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের দপ্তর ক্রেতা ও সুরক্ষা দপ্তরের আর্থিক অনুকূল্যে ও নতুন আলোক ক্লাবের ব্যবস্থাপনায় ও বুনিয়াদপুর পৌরসভার সহযোগিতায় বুনিয়াদপুর ফুটবল মাঠে কন্যাশ্রী কাপ উপলক্ষে ৮ দলীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এই প্রথম বুনিয়াদপুর শহরে অনুষ্ঠিত হলো মহিলা ফুটবল প্রতিযোগিতা। যেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন রায়গঞ্জ, মালদা, শিলিগুড়ি, কলকাতা ও কুসুমুন্ডি থেকে আগত মহিলা ফুটবল দলের টিম। এদিন সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন কমল সরকার, ভাইস চেয়ারপারসন জয়ন্ত কুন্ডু সহ বিশিষ্ট জনেরা। এদিন প্রথমে বুনিয়াদপুর ফুটবল মাঠে বসানো মূর্তিতে ফুল ও মাল্যদান এর মাধ্যমে খেলার শুভ সূচনা করেন বিশিষ্ট জনেরা। খেলার সকাল থেকেই মাঠে দর্শকেরা ভিড় করতে থাকে। কন্যাশ্রী কাপের মাধ্যমে আট দলীয় মহিলা ফুটবল দলের প্রতিযোগিতা করার মূল লক্ষ্য হলো গ্রাম ও শহরের মহিলারা যাতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার দিকেও মনোযোগী হয়ে ওঠে বা মাঠমুখী হয় সেই লক্ষ্যেই এই কন্যাশ্রী কাপের আয়োজন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন কন্যাশ্রী যখন বিশ্বের দরবারে এক নাম্বারে রয়েছে তখন খেলাধুলায় কেন তারা পিছিয়ে থাকবে সেই উদ্দেশ্যকেই সাফল্যমন্ডিত করতে যাতে রাজ্যের সমস্ত শহর ও জেলার মহিলারা খেলাধুলার প্রতি মনোযোগী হয়ে ওঠে। বুনিয়াদপুর শহরের ফুটবল মাঠে এই প্রথম মহিলা ফুটবল দলের খেলার আয়োজন করায় দর্শকদের মধ্যে আনন্দ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

এই বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল জানিয়েছেন, আজকে আমরা বুনিয়াদপুর ফুটবল মাঠে এসে উপস্থিত হয়েছি,কন্যাশ্রী কাঁপের মাধ্যমে আট দলীয় মহিলা ফুটবল খেলায়। এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের দপ্তরের সহযোগিতায় ও বুনিয়াদপুর পৌরসভার ব্যবস্থাপনায় আজকের এই আটদলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন কমল সরকার জানিয়েছেন, রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের দপ্তরের সহযোগিতায় ও বুনিয়াদপুর পৌরসভা এবং নতুন আলো ক্লাবের ব্যবস্থাপনায় কন্যাশ্রী কাপের আয়োজন করা হয়েছে বুনিয়াদপুর ফুটবল মাঠে,কারন একটাই সারা বিশ্বে কন্যাশ্রী যখন এক নাম্বারে সেখানে খেলাধুলায় কেন তারা পিছিয়ে থাকবে, সেই দিক কি মাথায় রেখেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই প্রথম বুনিয়াদপুর ফুটবল মাঠে আট দলীয় নকআউট মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, পুরস্কার হিসেবে থাকছে বিশেষ ট্রফি।

এ বিষয়ে নতুন আলোক ক্লাবের সেক্রেটারি তন্ময় সরকার জানিয়েছেন, আমরা সব সময় নতুন কিছু করার চেষ্টা করি তাই এ বছর বুনিয়াদপুর ফুটবল মাঠে আটদলীয় মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি কন্যাশ্রী কাপের মাধ্যমে। আমাদের জেলা সহ শিলিগুড়ি, মালদা, রায়গঞ্জ, কলকাতা থেকে আগত এই মহিলা দলগুলি অংশগ্রহণ করেছে এই খেলায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here