‘কথা রাখল বিজেপি’—ব্যাঙ্গালোরগামী ট্রেনকে সামনে রেখে অভিষেককে সরাসরি চ্যালেঞ্জ সুকান্তর
বালুরঘাট, ১০ জানুয়ারী —- নতুন বছরের শুরুতেই উন্নয়ন ইস্যুতে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি তোপ দাগলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শনিবার একটি ভিডিও বার্তায় তিনি ঘোষণা করেন, চলতি মাস থেকেই দক্ষিণ দিনাজপুরের মানুষ পেতে চলেছেন বহু প্রতীক্ষিত ব্যাঙ্গালোরগামী ট্রেন। তাঁর কথায়, জেলাবাসীকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ১৭ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে মালদা থেকে চালু হবে বালুরঘাট-ব্যাঙ্গালোর সাপ্তাহিক এই ট্রেন।
এই খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে গোটা জেলায়। কর্মসূত্রে দক্ষিণ ভারতের বিভিন্ন শহরে যাতায়াতকারী মানুষজনের দীর্ঘদিনের দাবি ছিল সরাসরি ব্যাঙ্গালোরের সঙ্গে রেল যোগাযোগ। সেই স্বপ্ন এবার বাস্তবের রূপ নিতে চলেছে বলেই মনে করছেন সাধারণ মানুষ।
তবে শুধু উন্নয়নের ঘোষণাতেই থেমে থাকেননি সুকান্ত। একই সঙ্গে রাজনৈতিক আক্রমণ শানিয়ে তিনি স্মরণ করিয়ে দেন, কয়েকদিন আগে জেলায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন—“সুকান্ত যদি কথা দিয়ে কথা রাখেন, তাহলে বিজেপিকে ভোট দিন।” সেই মন্তব্যকে হাতিয়ার করেই সুকান্ত বলেন, ব্যাঙ্গালোরগামী ট্রেন চালু করার প্রতিশ্রুতি তিনি আগেই দিয়েছিলেন এবং আজ তা বাস্তবায়িত হয়েছে। ফলে অভিষেকের কথামতোই এবার বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
উন্নয়ন বনাম প্রতিশ্রুতি—এই দুইয়ের সমীকরণকে সামনে রেখে নতুন বছরের শুরুতেই জেলার রাজনীতিতে যে নতুন উত্তাপ ছড়াল, তা বলাই বাহুল্য। ব্যাঙ্গালোরগামী ট্রেন শুধু যাতায়াতের পথই খুলল না, খুলে দিল রাজনৈতিক তরজার নতুন দরজাও।


























