শিলিগুড়ি:-কথায় বলে বাঙালির ১২ মাসে ১৩ পার্বন।রথযাত্রার শেষে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে যায়।গনেশ চতুর্থী দিন খুঁটি পূজোর মধ্যে দিয়ে শুরু হল রথখোলা নবীন সংঘের পূজোর প্রস্তুতি।এবছর ৫৪ বছরে পা রাখতে চলেছে রথখোলা নবীন সংঘের দুর্গোৎসব।এবছর এই পুজোর আমাদের প্রয়াস”এসো মুক্ত করো মা”।সারা বিশ্ব করোনার বিভীষিকায় আক্রান্ত।

ধীরে ধীরে বিভেষিকা কাটিয়ে ছন্দে ফিরছে সমগ্র পৃথিবী।করোনা কে বধ করে মা দূর্গা ফিরিয়ে আনবে সুস্থ পৃথিবী এই বার্তাই থাকবে এবার রথখোলা নবীন সংঘের পূজো মন্ডপে।পূজো কমিটির সম্পাদক তারক সরকার জানান,প্রতিবছর পূজোর চারদিন নানা সামাজিক কাজ করা হয়।এবার দুস্থদের একটি তালিকা করা হয়েছে তাদের বিনামূল্যে ভ্যাক্সিন দেওয়ার চেষ্টা করা হচ্ছে।