কোচবিহার:-কথায় আছে চোরের দশদিন তো গৃহস্তের এক দিন । সেই কথাই আবার সত্য প্রমাণিত হলো ।চুরি করতে গিয়ে ধরা পড়ল এক যুবক । মেখলিগঞ্জ ব্লকের ভোটবাড়ী অঞ্চলের চা-বাড়ি এলাকার ঘটনা ।যুবকে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা l
জানা গেছে ভোটবাড়ী এলাকার বাসিন্দা বাবলু রায়ের বাড়িতে রবিবার রাত আনুমানিক 2 টা নাগাদ চুরি করতে আসে তাঁরই প্রতিবেশী এলাকার বছর 22 যুবক মিঠুন বর্মন নামের এক যুবক l প্রথম দিকে সে ঘরের জানালা খুলে ভিতরে ঢুকে 2700 টাকার মতো বের করে ।ঘরের বাইরে থাকা একটি খুঁটির পাশে জমা করে রাখে । পরবর্তীতে ফের সে ঘরের ভিতরে প্রবেশ করে সোনা সহ অন্যান্য সামগ্রিতে হাত দিতেই টের পেয়ে যায় গৃহস্ত, । তৎক্ষণাৎ ঘরের ভিতরেই গৃহস্তের হাতেনাতে ধরা পরে যায় ওই যুবক l প্রথম দিকে ওই যুবক কে দড়ি দিয়ে খুঁটিতে বেঁধে রাখা হয় । পরে মেখলিগঞ্জ থানার পুলিশ কে খবর দেওয়া হলে পুলিশ এসে ওই যুবক কে নিয়ে যায় l সূত্রের খবর ওই যুবককে এর আগেও বেশ কয়েকবার চুরির দায়ে আটক করেছে মেখলিগঞ্জ থানার পুলিশ । তার নামে মামলাও চলছে কোর্টে l