চোপড়া
একটি নয় পাঁচ থেকে ছয়টি গাড়ি একসঙ্গে দুর্ঘটনার কবলে।। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সুফলগছ এলাকায়।। জানা যায় গতকাল গভীর রাতে চোপড়া ব্লকের সুফলগছ এলাকায় ২৭ নম্বর জাতীয় সড়কে একটি ট্রাকের টায়ার পামচার হয়।। ঘন কুয়াশার কারণে আজ সকালে ওই ট্রাকের পেছনে আরো একটি গাড়ি এসে ধাক্কা মারে।। এভাবেই পাঁচ থেকে ছয়টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।। গাড়িগুলোর মধ্যে একটি তেলের ট্যাংকার ও বাসও রয়েছে।। একটুর জন্য বড়োসড়ো দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেল সব কয়টি গাড়ি বলে জানিয়েছেন স্থানীয়রা।। ঘটনায় দুটি গাড়ির চালকের অবস্থা গুরুতরে থাকায় তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় চাপড়া থানার পুলিশ।।