কঙ্কালসার দেহ উদ্ধারের রহস্য উন্মোচন করলো পুলিশ

0
667

আলিপুরদুয়ার। কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ পানা রেঞ্জের পিছনের জঙ্গল থেকে কঙ্কালসার দেহ উদ্ধারের একদিনের মাথায় উদ্ধারকৃত দেহের রহস্য উন্মোচন করলো কালচিনি থানার। গতকাল দুফুরে হ‍্যামিল্টণগঞ্জের পানা রেঞ্জের পিছনে একটি একটি কঙ্কাল সার দেহ উদ্ধার হয় । পুলিশ সূত্রে খবর, উদ্ধারকৃত কঙ্কালসার দেহ এক যুবকের।বন্যজন্তু নয় খুন করা হয়েছিল যুবককে। মৃত যুবকের নাম আদেশ গোয়ালা, সে চালাসার বাসিন্দা ছিল। ছট পুজোর দিন হ্যামিল্টনগঞ্জ মেলা ঘুরতে এসে হঠাৎই নিখোঁজ হয়ে যায়। যুবকের এই মৃত্যুর ঘটনায় হ্যামিল্টনগঞ্জের ফরোয়ার্ড নগরের বাসিন্দা মিলন ওরাও (১৮) ও সঞ্জু রায় (১৯) দুই যুবককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাতেই সামনে এসে যায় সকল সত্য। পুলিশ সূত্রে খবর, টাকা ছিনতাইয়ের লক্ষেই যুবককে খুন করা হয়েছে। অন্যদিকে, অভিযুক্ত দুই যুবককের কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিজনেরা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here