ওষুধ কিনতে গিয়ে ছাড়ের লোভে জাল ওষুধ কিনছেন নাতো?

0
41

ওষুধ কিনতে গিয়ে ছাড়ের লোভে জাল ওষুধ কিনছেন নাতো? মানুষজনকে সচেতন করতে সংগঠনের সদস্যদের মিছিল ও পথসভা, আহ্বান জানালেন,ওষুধ কিনুন রসিদ নিন

শীতল চক্রবর্তী বালুরঘাট ২৩শে নভেম্বর দক্ষিণ দিনাজপুর। ওষুধ কিনতে গিয়ে ছাদের নেশায় আপনি জাল “ভেজাল”ওষুধ খাচ্ছেন নাতো ?এমনি অভিযোগ করে সেবিষয়ে সকলকে সচেতন করতে দক্ষিণ দিনাজপুর জেলার বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস এসোসিয়েশনের তরফে মানুষজনকে সচেতন করতে পথযাত্রা ও পথসভা করেন সংগঠনের সদস্যরা।বালুরঘাট থেকে শুরু করে বুনিয়াদপুর, গঙ্গারামপুরে বিশাল মিছিল করে মানুষজনকে সচেতন করেন তারা। সংগঠন নেতারা বললেন,”ওষুধ কিনুন সঠিক দোকান থেকে এবং ক্যাশ মেমোলিন। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট, বুনিয়াদপুর ও গঙ্গারামপুর তিনটি জোনে বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস এসোসিয়েশনের যে ৫০০টি পাইকারি ও খুচরা ওষুধের দোকানদার রয়েছেন তারা সকলেই এই সংগঠনের সঙ্গে যুক্ত। প্রায় চার হাজার পরিবারার ১৬ হাজার মানুষজন বিভিন্ন ওষুধের ব্যবসার কাজের সঙ্গে যুক্ত। বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস এসোসিয়েশনের সংগঠন সূত্রের খবর, ওষুধের ছাড়ের লোভে অনেকেই লাইসেন্স না থাকা ওষুধের দোকান থেকে তারা ওষুধ কিনছেন। এতে জাল ওষুধ বিক্রির প্রবণতাও থাকছে। রোগীর জীবনে ঝুঁকি থাকছে সেই ওষুধ খেলে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের ডাক্স এন্ড কসমেটিকস এক্টের বেশ কিছু নিয়মের সংশোধনের কথা বলেন তারা।এর ফলে এই ব্যবসার সঙ্গে যুক্ত থাকা ব্যবসায়ীরাও উপকৃত হবেন বলে দাবি তাদের।রবিবার বালুরঘাট বুনিয়াদপুর ও গঙ্গারামপুরের এই সংগঠনের বহু ওষুধের ব্যবসার সঙ্গে যুক্ত থাকা সদস্যরা তাদের ব্যানারে বিরাট আকারে মিছিল করে তিনটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করেন। সেখানেই মানুষজনদের সচেতন করার পাশাপাশি বার্তা দেন সঠিক দোকান থেকে সঠিক ওষুধ কিনুন। সেই সঙ্গে ওষুধ কিনলে ক্যাশ মোমো অবশ্যই নিন। এবিষয়ে বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস এসোসিয়েশনের গঙ্গারামপুর জোনের সভাপতি বিদ্যুৎ সরকার বলেন,”মানুষজনকে সচেতন করতে এমন উদ্যোগ না হয়েছে। সঠিক দোকান থেকে ওষুধ কিনুন এবং ক্যাশ মেমো নিন।” এদিন জেলা জুড়েই এই সংগঠনের আন্দোলনে ব্যাপক পরিমাণে উৎসাহ ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here