ওড়িশায় পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে প্রান হারালো হিলির দুই যুবক, ঘুমন্ত অবস্থায় ঘরে ঢুকে পড়ে পাথর বোঝাই ডাম্পার
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১ জুলাই — ওডিশায় পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে প্রাণ হারাল হিলির দুই যুবক। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার ত্রিমোহিনীর মহিষনোটা এলাকার বাসিন্দা তারা। শুক্রবার ভোরে পাথর বোঝাই ডাম্পারের তলায় চাপা পড়ে মৃত্যু হয়েছে তাঁদের, বলে সূত্রের খবর। উড়িষ্যায় খরদাহ রোডে ব্রীজের কাজ করছিল তারা। এদিন এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত দুই কিশোরের পরিবারে। পুলিশ জানিয়েছে মৃতরা হল কনক পাহান (২০) এবং বাদল পাহান (১৮)।প্রায় চারমাস আগে হিলির মহিষনোটা এলাকা থেকে পাচ জন উড়িশার খরদাহ রোডে ব্রীজের কাজ করতে গিয়েছিলেন। সেখানেই এদিন সকালে নিজেদের থাকবার জায়গায় ঘুমিয়ে ছিলেন ওই দুই যুবক। সেখানেই আনুমানিক ভোর সাড়ে পাচটা নাগাদ পাথর বোঝায় লরি তাদের শোবার ঘরে আচমকা ঢুকে যায়। যেখানেই লরির তলে পিষ্ট হয়ে যায় ওই দুই যুবক।
এলাকার বাসিন্দা শিপ্রা মন্ডল ও মানব সরকাররা বলেন, পাচজন কাজে গিয়েছিলেন একসাথে। সেখানেই দুজনের মৃত্যু হয়েছে। আরো একজন আহত হয়েছে।