এস আই আর এর জন্য কাগজ তুলতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু এক গৃহবধু। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বংশীহারী থানার অন্তর্গত পঞ্জরিপাড়া এলাকার ঘটনা

0
107

এস আই আর এর নোটিশ পেয়ে বংশীহারী ব্লকের মহাবাড়ি অঞ্চলে বংশ তালিকা ও 2011 সালের সেনসাস ডাটা আনতে গিয়ে বাড়ি ফেরার পথে পঞ্জারীপাড়া এলাকায় রাস্তা পার হতে গিয়ে মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত্যু হল এক গৃহবধুর। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই গৃহবধূর নাম আঞ্জুয়ারা বিবি (৩৫) বাড়ি কুশকারী ডিগুয়াপারা এলাকায়। সোমবার দুপুর ২ টা নাগাদ ওই গৃহবধূ অঞ্চল থেকে বাড়ি যাবার পথে পঞ্জারিপাড়া এলাকায় এনইচ ৫১২ নাম্বার জাতীয় সড়কের উপরে একটি মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ওই গৃহবধূকে। দুর্ঘটনার বিকট শব্দে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় রশিদপুর গ্রামীণ হাসপাতালে। ভারপ্রাপ্ত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত মানের চিকিৎসার জন্য রেফার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে গিয়ে ওই গৃহবধূর মৃত্যু হয়। পরিবার সহ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এস আই আর এর কারণে এরকম দুর্ঘটনা ঘটেছে তার জন্য দায়ী নির্বাচন কমিশন। এস আই আর এর জন্য প্রচণ্ড চিন্তায় ছিল ওই পরিবার। পুরো ঘটনার জেরে পরিবার সহ এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

এই বিষয়ে স্থানীয় দুই বাসিন্দা মাজেদার রহমান ও সামসুদ্দিন আহাম্মেদ জানিয়েছেন আমাদের কুশকারী ডিগুয়াপারা এলাকার এক গৃহবধুর এস আই আর এর নোটিশ আসে, যে কারণে অঞ্চলে বংশ তালিকা নিয়ে বাড়ি যাবার পথে পঞ্জারিপাড়া এলাকায় একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়। গৃহবধূকে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। সেখানে গিয়ে ওই গৃহবধূর মৃত্যু হয়। এস আই আর এর নোটিশ এর কারণেই এরকম দুর্ঘটনা ঘটেছে বলে আমরা মনে করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here