এস আই আরের টার্গেট পূরণের দৌড়ে তৃণমূল! বালুরঘাটে জরুরি বৈঠকে গতি বাড়ানোর বার্তা

0
18

এস আই আরের টার্গেট পূরণের দৌড়ে তৃণমূল! বালুরঘাটে জরুরি বৈঠকে গতি বাড়ানোর বার্তা

বালুরঘাট, ২৫ নভেম্বর —— তৃণমূলের নেতা-কর্মীরা মাঠে নামতেই বালুরঘাটে গতি বাড়লো এস আই আরের। প্রকৃত ভোটারদের নাম যেন কোনভাবেই বাদ না যায়, মঙ্গলবার বালুরঘাট ব্লকের পরিসংখ্যান তুলে ধরে নেতৃত্বদের এমনই কড়া নির্দেশ দেন বালুরঘাট ব্লক তৃণমূল সভাপতি মলয় মন্ডল। এদিন প্রায় কয়েক ঘণ্টার জরুরি বৈঠকে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব জানিয়ে দেন, আগামী কয়েকদিনের মধ্যেই ব্লকে একশো শতাংশ এস আই আরের জন্য সবরকমভাবে বিএলও দের সহায়তা করতে হবে। ব্লক সভাপতি মলয় মন্ডলের সভাপতিত্বে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মহিলা তৃণমূল নেত্রী স্নেহলতা হেমব্রম, পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার, অমৃতখন্ডের প্রধান দেবদূত বর্মন, বিপ্লব দেবনাথ সহ প্রায় সর্বস্তরের নেতৃত্বরা।

যে বৈঠকে উঠে আসে একাধিক সমস্যার কথা। প্রথম দিকের ধীর গতির জন্য দায়িত্বপ্রাপ্ত নেতা-কর্মীদের মধ্যে অনভিজ্ঞতাকেই দায়ী করেন সভাপতি মলয় মন্ডল। তবে তাঁর দাবি, এখন পর্যন্ত ব্লকে প্রায় ৫০ শতাংশ কাজ শেষ। ব্লকের ২০৭টি বুথে বুথস্তরের নেতৃত্বদের বিএলওর সঙ্গে সমন্বয় করে দ্রুত কাজের সমাপ্তির নির্দেশ দেওয়া হয়েছে।

মলয় মন্ডলের বার্তা স্পষ্ট— প্রকৃত ভোটারদের নাম এস আই আর থেকে যেন একটিও বাদ না যায়। বিএলওদের সর্বতোভাবে সহায়তা করুন, গতি বাড়ান। আর সময় নেই। বৈঠক শেষে কার্যত চাপে পড়েই ব্লকজুড়ে সক্রিয় হয়ে ওঠেন নেতা-কর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here