এসএসসি দুর্নীতিতে যুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে এবং বাম কৃষক নেতাদের সঙ্গে এডিএমের খারাপ ব্যবহারের প্রতিবাদে তপনের রামপুরে পথসভা বামফ্রন্টের।

0
313

শীতল চক্রবর্তী,তপন,4আগস্ট,দক্ষিণ দিনাজপুর:-এসএসসি দুর্নীতিতে যুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে এবং বাম কৃষক নেতাদের সঙ্গে এডিএমের খারাপ ব্যবহারের প্রতিবাদে তপনের রামপুরে পথসভা বামফ্রন্টের। এদিন তপন ব্লকের হরসুরা গ্রাম পঞ্চায়েতের রামপুর বাজারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

উল্লেখ্য, এসএসসি কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। এই দুর্নীতির সঙ্গে যুক্ত বাকিদের গ্রেপ্তারের দাবিতে এবং শাস্তির দাবিতে এদিনের এই পথসভা বলে জানা যায়, পাশাপাশি ডেপুটেশন দিতে গেলে বাম কৃষক নেতাদের সঙ্গে খারাপ ব্যবহার করে এডিএম বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদেও এদিনের এই পথসভা বলে জানা গেছে। যেখানে উপস্থিত ছিলেন বামফ্রন্ট নেতৃত্ব নন্দলাল হাজরা, দিলীপ বিশ্বাস, জাহাঙ্গীর আলম, আজিজুর রহমান, স্বপন ঘোষ, জতিন মেহেরা, প্রশান্ত দাস, অমিত কবিরাজ, লক্ষিকান্ত ঘোষ, মুক্তার মন্ডল, অলোক ঘোষ সহ আরো অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here