এসআইআর শুনানি লাইনে দাঁড়ানো জনসাধারণের হাতে লাল চা তুলে দিচ্ছেন তৃণমূল নেতাকর্মীরা

0
31

কালিয়াগঞ্জ বিডিও অফিসে এসআইআর শুনানি লাইনে দাঁড়ানো জনসাধারণের হাতে লাল চা তুলে দিচ্ছেন তৃণমূল নেতাকর্মীরা। উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া সমেত বাংলার নানান প্রান্তে এসআইআর ঘিরে অশান্তির ঘটনার মধ্যে, ভিন্ন ছবি কালিয়াগঞ্জে। শহর তৃণমূল সভাপতি সুজিত সরকারের নির্দেশে, এসআইআর শুনানি লাইনে দাঁড়ানো জনসাধারণের মধ্যে লাল চা বিতরণ করা হচ্ছে। সঞ্জয় সরকার,অমিত সাহা, ভরত অধিকারী, অভিষেক সেন সহ অপর তৃণমূল নেতাকর্মীরা এই চা বিতরণ কর্মসূচি পরিচালনা করেন।এসআইআর শুনানি ঘিরে কালিয়াগঞ্জ বিডিও অফিসের বাহিরে, ব্লক ও শহর তৃণমূলের সহায়তা শিবির চলছে। দলের জনসংযোগ মজবুত করতেই শুনানির লাইনে চা বিতরণ কর্মসূচি নিয়েছেন শহর তৃণমূল সভাপতি। ঠান্ডার মধ্যে দীর্ঘ সময় শুনানি লাইনে দাঁড়ানো সাধারণ মানুষ বেশ খুশি তৃণমূলের এই লাল চা পেয়ে। অভিনব এই উদ্দ্যোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here