এসআইআর-এর প্রথম দিনের শুনানিতে গঙ্গারামপুর ব্লক অফিসে উপচে পড়া ভিড়
শীতল চক্রবর্তী বালুরঘাট দক্ষিণ দিনাজপুর ২৭ ডিসেম্বর :রাজ্যের প্রতিটি ব্লকের সঙ্গে সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকেও শনিবার থেকে শুরু হয়ে গেল এসআইআর এর শুনানি পর্ব। এসআইআর-এর দ্বিতীয় পর্যায়ের কাজ হিসেবে প্রথম দিনের শুনানিতে গঙ্গারামপুর ব্লক অফিস চত্বরে সকাল থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
গঙ্গারামপুর ব্লকের অধীনে থাকা গঙ্গারামপুর, কুশমন্ডি ও কুমারগঞ্জ—এই তিনটি বিধানসভা এলাকার সাধারণ মানুষ ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে এসে এই শুনানিতে অংশগ্রহণ করেন। ভোটার তালিকা সংক্রান্ত নানা সমস্যা নিয়ে বহু মানুষ এদিন ব্লক অফিসে উপস্থিত হন।
শুনানিতে আগত সাধারণ মানুষদের সহযোগিতা করতে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও স্বেচ্ছাসেবকদের দেখা যায়। তাঁরা ফর্ম পূরণ, নথি সংক্রান্ত তথ্য দেওয়া সহ নানা ভাবে মানুষকে সাহায্য করেন বলে জানা গেছে।
উল্লেখ্য, এসআইআর-এর প্রথম ধাপের কাজ শেষ হওয়ার পর চলতি মাসের ১৬ তারিখ প্রথম খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়। সেই খসড়া তালিকায় যেসব ভোটারের নাম ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে লিংক করা যায়নি অথবা যাদের ভোটার তালিকায় বিভিন্ন ধরনের ত্রুটি রয়েছে, মূলত সেই সমস্ত ভোটারদেরই এই শুনানি পর্বে ডাকা হয়েছে।
এই শুনানি পর্ব আগামী বছরের ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ পর্যন্ত চলবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
এ বিষয়ে বিজেপি জেলা নেতা অশোক বর্ধন বলেন,
“ভোটার তালিকার ত্রুটি সংশোধনের জন্য এই শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষ যেন কোনও ভাবে বঞ্চিত না হন, সেদিকে নজর রাখা দরকার।”
শুনানিতে অংশগ্রহণকারী ভোটার সঞ্জয় সান্যাল বলেন,
“ভোটার তালিকায় আমার নাম সংক্রান্ত সমস্যা ছিল। আজ এখানে এসে শুনানিতে অংশ নিয়ে সেই সমস্যা জানাতে পেরেছি। আশা করছি দ্রুত সমাধান হবে।”


























