এলাকায় পরিত্যক্ত মোটরবাইক পরে থাকায় আতঙ্ক ছড়িয়েছে

0
360

চার ঘন্টা ধরে এলাকায় পরিত্যক্ত মোটরবাইক পরে থাকায় আতঙ্ক ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের উদয়পুরে। স্থানীয় বাসিন্দারা বোমা বা বিস্ফোরক জাতীয় কিছু ওই মোটরবাইকে রাখা আছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করে কেউই মোটরবাইকটির কাছে যাচ্ছেন না। স্থানীয় বাসিন্দারাই খবর দেন রায়গঞ্জ থানার পুলিশকে। প্রায় চার ঘন্টা পরে থাকার পর মোটরবাইকটি থানায় নিয়ে যান পুলিশ কর্মীরা। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাত ৮ টা নাগাদ রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কের ধারে উদয়পুর উদয়ন ক্লাবের কালীমন্দিরের সামনে WB 63 D 3059 নম্বরের একটি মোটরবাইক রাস্তার ধারে পড়ে রয়েছে। সূত্র অনুযায়ী এটি দক্ষিন দিনাজপুর জেলার নম্বরের বাইক। বাইকটি দেখা গেলেও তার মালিক বা আরোহীকে খুঁজে পাওয়া যায়নি। রাত সাড়ে এগারোটা নাগাদ উদয়পুর এলাকার বাসিন্দারা মোটরবাইকটি ওভাবেই পরে থাকতে দেখে কোনও নাশকতা মূলক কাজের সন্দেহ প্রকাশ করে আতঙ্কিত হয়ে পরেন। এরপর স্থানীয় বাসিন্দারাই খবর দেন রায়গঞ্জ থানার পুলিশ ও সাংবাদিকদের। পুলিশ এসে পরে থাকা মোটরবাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত বাইকের মালিক বা আরোহীর খোঁজ মেলেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here